বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়ুন অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে, আবেদন করুন দ্রুতই
- ২৯ আগস্ট ২০২৫, ২১:৫০
উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়া একটি অন্যতম পছন্দের দেশ। উন্নতমানের শিক্ষা, গবেষণার সুযোগ ও পড়াশোনার পাশাপাশি কাজের সুবিধা থাকায় প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী দেশটিতে পাড়ি জমাচ্ছেন। বিশেষ করে, বাংলাদেশ থেকে স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটির অন্যতম একটি বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ)।
অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে ‘অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম (আরটিপি)’ এর আওতায় বিশ্ববিদ্যালয়টিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ আগস্ট ২০২৫।
অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। কিউএস র্যাংকিং অনুযায়ী এটি অস্ট্রেলিয়ার সেরা বিশ্ববিদ্যালয়। ১৯৪৬ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
সুযোগ-সুবিধা—
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;
*বার্ষিক উপবৃত্তি হিসেবে প্রতিবছর ৩৮ হাজার ১৫৪ অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ লক্ষাধিক টাকা) প্রদান করবে;
*বিমানে আসা-যাওয়ার খরচ দেবে;
*স্বাস্থ্যবিমা ভাতা প্রদান করা হবে;
*ভ্রমণ ভাতা প্রদান করবে;
*প্রোগ্রাম চলাকালীন গবেষণার জন্য আলাদা ভাতা প্রদান করবে;
*আবাসনব্যবস্থা রয়েছে;
আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে জাপান, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে
আবেদনের যোগ্যতা—
*স্নাতকোত্তরের জন্য অস্ট্রেলিয়ার সমমানের একটি স্নাতক ডিগ্রি থাকতে হবে;
*পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*গবেষণায় অভিজ্ঞতা থাকতে হবে;
*অ্যাকাডেমিক ফল ভালো হতে হবে;
*বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব শর্ত পূরণ করতে হবে;
*ইংরেজি দক্ষতাসনদ প্রদর্শন করতে হবে (আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ পেতে হবে);
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা
দরকারি নথিপত্র—
*আবেদনকারীর পাসপোর্ট ও ছবি;
*অ্যাকাডেমিক পেপারস;
*মোটিভেশন লেটার;
*রিসার্চ প্রপোজাল;
*রেফারেন্স লেটার;
*আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সিভি);
*আইইএলটিএস অ্যাকাডেমিক স্কোর বা টোয়েফল স্কোর;
আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন কানাডার বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে
আবেদন প্রক্রিয়া—
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ আগস্ট ২০২৫।