জুলাই আন্দোলন দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থান: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী © টিডিসি ফোটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন জুলাই আন্দোলন দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থান। 

বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদসংলগ্ন কবির সমাধীতে পুষ্পার্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে

রিজভী বলেন, ‘কাজী নজরুল ইসলাম মানবতার কবি, প্রেমের কবি ও দ্রোহের কবি—তিন রূপেই তিনি ধরা দিয়েছেন। স্বাধীনতার সংগ্রাম, ব্রিটিশবিরোধী আন্দোলন, নব্বইয়ের গণআন্দোলন কিংবা সাম্প্রতিক দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থান—প্রতিটি জাতীয় অর্জন ও সংগ্রামে তার গান ও কবিতা মানুষকে উদ্বুদ্ধ করেছে, রাজপথে এনেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা তার গান গাইতে গাইতে, কবিতা আবৃত্তি করতে করতে রাজপথে নেমে এসেছি। তার অনুপ্রেরণাতেই স্বৈরশাসনের সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পেরেছি।’