জাকসুতে একমাত্র বিদেশি শিক্ষার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করা কে এ আবিদ খান?

নেপাল থেকে আসা জাবি শিক্ষার্থী আবিদ খান
নেপাল থেকে আসা জাবি শিক্ষার্থী আবিদ খান © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রথমবারের মতো একমাত্র বিদেশি শিক্ষার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মো. আবিদ খান। তিনি সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।

আবিদ খান বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৪৮তম শিক্ষার্থী এবং নেপালি নাগরিক। তার জন্ম এবং শিক্ষাজীবন নেপালে হলেও, তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। নেপালের শ্রী বেঙ্গ শা উচ্চ মাধ্যমিক স্কুল থেকে মাধ্যমিক এবং ন্যাশনাল ইনফোটেক কলেজ, বিরগুঞ্জ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করার পর, তিনি বাংলাদেশে উচ্চশিক্ষা নিতে আসেন।

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি, আবিদ খান বাংলাদেশ ফার্মেসি সংস্থা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে সংগঠনটির নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডও অব্যাহত ছিল।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে আবিদ খান মুগ্ধ। তিনি বলেন, ‘শুধু পড়াশোনা নয়, বাংলা ভাষা এবং এদেশের সংস্কৃতিও আমি গভীরভাবে হৃদয়ঙ্গম করেছি। এটি আমার জন্য সত্যিই বিশেষ। একজন বিদেশি শিক্ষার্থী হিসেবে জাকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি অত্যন্ত সম্মানিত এবং দয়ালু সবার সহযোগিতা কামনা করি।’

আরও পড়ুন: ডাকসু প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার দাবি এবি জুবায়েরের

আবিদ খান আরও বলেন, ‘আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীল এবং কার্যকরী করে তুলবে, ইনশাআল্লাহ।’

আবিদের এই প্রার্থিতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে, যেখানে এক বিদেশি শিক্ষার্থী নিজের পণ্যের মেধা ও ভালোবাসা দিয়ে ছাত্ররাজনীতিতে অবদান রাখতে চান।