ডাকসু নির্বাচন
প্রথমবর্ষ ও মাস্টার্স শিক্ষার্থীদের পার্টটাইম জবের ব্যবস্থা করতে চান ছাত্রদলের হামিম
- টিডিসি রিপোর্ট
- ২৪ আগস্ট ২০২৫, ১৯:৩৫
নির্বাচিত হলে খাদ্যের মান মনিটরিং টিমে শিক্ষার্থীদের পার্ট টাইম পেইড জবের ব্যবস্থা করতে চান বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম। হলের ক্যান্টিনগুলোয় খাবারের মান বৃদ্ধির জন্য প্রয়োজনে ভর্তুকি বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ রবিবার (২৪ আগস্ট) এক পোস্টে এসব কথা বলেছেন শেখ তানভীর বারী হামিম। তিনি লিখেছেন, ‘প্রথমবর্ষে একজন শিক্ষার্থী যখন এই ক্যাম্পাসে পদার্পণ করেন, তখন তার শরীরে সেরকম কোন রোগ থাকে না। গ্র্যাজুয়েশন শেষ করে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শরীরে হাজারো রকমের রোগ বাসা বাঁধে।’
এ জন্য তিনি নির্বাচিত হলে হলের ক্যান্টিনগুলোয় খাবারের মান বৃদ্ধির জন্য প্রয়োজনে ভর্তুকি বাড়ানো হবে এবং সঠিক মনিটরিংয়ের মাধ্যমে স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে ডাকসুর তত্ত্বাবধানে অনুষদভিত্তিক ক্যান্টিন নির্মাণ কাজ শুরু করা হবে।
আরও পড়ুন: ডাকসুর হল সংসদে ভোটের আগেই জয় নিশ্চিত ছাত্রদলের প্রার্থীসহ দু’জনের
শেখ তানভীর বারী হামিম আরও বলেন, ‘অনাবাসিক শিক্ষার্থীরা ক্লাস করতে এসে দুপুরে ভালো খাবার সঙ্কটে ভোগেন। ক্যাম্পাস প্রাঙ্গনে ভাতের হোটেলের ব্যবস্হা করা হবে। খাদ্যের মান মনিটরিং টিমে ঢাবির প্রথম বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের পার্ট টাইম পেইড জব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত করা হবে।’