দ্বিতীয় ধাপে কলেজ পেতে শিক্ষার্থীদের করণীয়
- ২৮ আগস্ট ২০২৫, ২০:০৯
চলতি বছর একাদশ শ্রেণির (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) ভর্তির অনলাইন আবেদনের প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। এতে ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী কোনো কলেজে স্থান পাননি। এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীও আছেন ৫ হাজার ৭৬৫ জন।
ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রথম ধাপে কলেজ না পাওয়া শিক্ষার্থীদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় ধাপে অন্তর্ভুক্ত হবে। তবে তাদের অনলাইনে গিয়ে নতুন করে পছন্দক্রম ঠিক করতে হবে। এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক রিজাউল হক বলেন, ‘যারা কলেজ পাননি, তারা অনলাইনে গিয়ে নতুন কিছু কলেজ যোগ করবেন। আসনের কোনো সংকট নেই, সবাই ভর্তির সুযোগ পাবেন।’
আরও পড়ুন: মরণব্যাধি ক্যান্সারের স্তর জানাটা কতটা গুরুত্বপূর্ণ?
আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে আগামী ২৩ থেকে ২৫ আগস্ট। এ ধাপের ফল প্রকাশ হবে ২৮ আগস্ট। এরপর ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর তৃতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে। সবশেষ ৭ থেকে ১৪ সেপ্টেম্বর ভর্তির কার্যক্রম শেষ করে ১৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।
গত বছর প্রথম ধাপে ৪৮ হাজার শিক্ষার্থী কলেজ পাননি, এর মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত ছিলেন সাড়ে ৮ হাজার।