স্কুল মাঠে হাঁটু পানি, সভাপতির উঠানে তাবুর নিচে চলছে ক্লাস

সভাপতির উঠানে তাবুর নিচে চলছে ক্লাস
সভাপতির উঠানে তাবুর নিচে চলছে ক্লাস © টিডিসি ফোটো

ভবদহের জলাবদ্ধতায় যশোরের মনিরামপুর উপজেলার ভুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রায় এক মাস ধরে পানিতে তলিয়ে আছে। ফলে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ না করে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদ্যালয়ের পিটিএ (প্যারেন্টস-টিচার্স অ্যাসোসিয়েশন) সভাপতি নিত্য বিশ্বাস তার বাড়ির উঠানে বাঁশ-খুঁটি দিয়ে তাবু টানিয়ে দিয়েছেন। সেখানেই চলছে ক্লাস ও পরীক্ষা।

সোমবার (১৮ আগস্ট) তৃতীয় সাময়িক পরীক্ষার প্রথম দিনে ওই তাবুর নিচে বসেই শিক্ষার্থীদের পরীক্ষা নেন ইংরেজি শিক্ষক সিপ্রা সরকার।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শ্রেয়া বিশ্বাস ও দেবব্রত বিশ্বাস এবং পঞ্চম শ্রেণির কামনা বিশ্বাস ও অনুষ্কা বিশ্বাস জানায়, বিদ্যালয়ে আসার পথে কোমর পানি পেরোতে হয়। আবার স্কুলের মাঠ হাঁটু পানিতে ডুবে আছে। তবুও তারা ক্লাসে আসতে বাধ্য হচ্ছে।

প্রধান শিক্ষক প্রাণেশ বিশ্বাস বলেন, ‘এক মাস ধরে বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে আছে। তাই বিকল্প ব্যবস্থায় সভাপতি মহাশয়ের উঠানে তাবু টানিয়ে পাঠদান চালাতে হচ্ছে।’

আরও পড়ুন: সমন্বিতভাবে মাতৃদুগ্ধ পানের ওপর জোর দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা 

উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু মোতালেব জানান, উপজেলার অন্তত ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পানিতে ডুবে আছে। তবে বিকল্প উপায়ে শিক্ষাকার্যক্রম চালানোর চেষ্টা চলছে। অপরদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ বলেন, ‘কমপক্ষে ২৫টি স্কুল, কলেজ ও মাদ্রাসার মাঠ পানিতে ডুবে গেছে। অনেক প্রতিষ্ঠান পাঠদান বন্ধ রাখতে বাধ্য হয়েছে।’

জানা গেছে, সাম্প্রতিক বৃষ্টিপাত ও উজানের ঢলে ভবদহ বিলপাড় এলাকায় প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এর প্রভাব পড়েছে শিক্ষা কার্যক্রমেও।