বিশ্ব যুব দিবস উপলক্ষ্যে ঢাবিতে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

ঢাবিতে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত
ঢাবিতে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত © টিডিসি ফটো

জাতিসংঘ ঘোষিত বিশ্ব যুব দিবস-২০২৫ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ব্যতিক্রমধর্মী সাইকেল র‌্যালির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব (ডিইউসিসি)। তরুণদের মাঝে স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ রক্ষা এবং সাইক্লিং সংস্কৃতির প্রসারে আয়োজিত এ র‌্যালিতে অংশ নেন শতাধিক শিক্ষার্থী ও সাইক্লিং সংগঠনের সদস্যরা।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়। এরপর ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এটি শেষ হয় মূল গেইটে।

অনুষ্ঠানে বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি আমিনুল ইসলাম টুববুস বলেন, ‘তরুণ প্রতিভা বিকাশের জন্য সংগঠন একমাত্র অপরিহার্য। সাইক্লিং বহু মাত্রায় উপকারি — এটি যেমন মানসিক চাপ রোধ করে, তেমনি তারুণ্য ধরে রাখতে সহায়তা করে।’

আরও পড়ুন: ভোটার তালিকা থেকেই বাদ পড়ছেন ডাকসুর ভিপি হতে চাওয়া ছাত্রলীগের সিজার

ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রসেনজিৎ দেব পার্থ বলেন, ‘পরিবেশ সুরক্ষা এবং তরুণদের সুস্বাস্থ্যের জন্য সাইক্লিংকে উৎসাহিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের সাইক্লিস্টদের নিরাপত্তার জন্য পৃথক সাইকেল লেন বাস্তবায়ন এখন সময়ের দাবি।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি সুমাইয়া আক্তার, সহ-সভাপতি সাঈদ মাহমুদ, রোকেয়া হল জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক ও ক্লাবের সাংগঠনিক সম্পাদক শ্রাবণী আক্তার, মর্নিং রাইডারস প্রতিনিধি মো. আরমান, হাজারীবাগ সাইক্লিং ক্লাব, নারায়ণগঞ্জ সাইকেল কমিউনিটি সহ জাতীয় পর্যায়ের সম্মানিত সাইক্লিং সংগঠনের প্রতিনিধি, নেতৃবৃন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, বিশ্ব যুব দিবস উপলক্ষ্যে এ ধরনের কার্যক্রম তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।