অনিয়মের অভিযোগ তুলে আরেক এনসিপি নেতার পদত্যাগ

মো. রুবেল মিয়া (হৃদয়)
মো. রুবেল মিয়া (হৃদয়) © সংগৃহীত

অনিয়মের অভিযোগ তুলে আরেক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির সদস্য মো. রুবেল মিয়া (হৃদয়) পদত্যাগ করেছেন। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় মো. রুবেল মিয়া (হৃদয়) পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। 

সাম্প্রতিক সময়ে দলের কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ, দলের কার্যক্রম সিদ্ধান্ত এবং অবস্থানগুলো জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার পরিপন্থি এবং দলটির বর্তমান পথচলা ব্যক্তিগত আদর্শ ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিকের কথা পদত্যাগ পত্রে উল্লেখ করেন এনসিপি নেতা রুবেল মিয়া হৃদয়। 

পদত্যাগ পত্রে তিনি বলেন, ‘আমি আর দলের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারছি না। তাই আমি বিনীতভাবে জাতীয় নাগরিক পার্টি, ফরিদপুর জেলার সকল কার্যক্রম ও পদ থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করছি।’

আরও পড়ুন: সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন

এ বিষয়ে মো. রুবেল মিয়া (হৃদয়) বলেন, ‘জুলাই বিপ্লবের পর থেকে আমি যেমনটা ভেবেছিলাম তার সাথে বর্তমান কার্যক্রমের কোনো মিল খুঁজে পাচ্ছি না। এ ছাড়া সাম্প্রতিক সময়ে দলের কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ, দলের কার্যক্রম সিদ্ধান্ত এবং অবস্থানগুলো জুলাই বিপ্লবের নীতি ও নৈতিকতার পরিপন্থি বলে মনে হওয়ায় আমি পদত্যাগ করেছি।’

ফরিদপুর জেলার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা বলেন, ‘রাজনীতি দীর্ঘ দিনের পথচলা। সেখানে অনেকে হতাশ হয়ে যান। এমনটা রুবেল মিয়া হৃদয়ের মধ্যেও রয়েছে। সে হতাশ, তাই পদত্যাগ করেছেন তিনি। তাকে অনুরোধ করার পরও পদত্যাগ থেকে পিছপা হননি। তাই তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।’