নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন ১১শ শিক্ষার্থী, ক্লাস শুরু ১৭ আগস্ট
- ১২ আগস্ট ২০২৫, ১১:১৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং ক্লাস শুরু হবে আগামী ১৭ আগস্ট থেকে। ইতিমধ্যে ভর্তি হওয়া ১১শ-এর বেশি শিক্ষার্থী এতে অংশ নেন।
রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের অনুমোদনে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ১৭ আগস্ট নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন আয়োজন করা হবে এবং একই দিনে অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় প্রধানকে নিজ নিজ বিভাগের ওরিয়েন্টেশন এবং ক্লাসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদের অধীন ২৫টি বিভাগে ১ হাজার ১২৫ টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়ার কথা জানায় নজরুল বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুন: ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি: ভুল চাহিদা দিয়েছে ৫ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান
এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, ওরিয়েন্টেশন প্রোগ্রাম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। চূড়ান্তভাবে কতজন ভর্তি হয়েছে এটির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতির কাজ এখনো চলমান। তবে ১১শ এর অধিক শিক্ষার্থী ইতোমধ্যে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করেছে।