ছাত্রদল সদস্য সচিবের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে জবিতে মানববন্ধন
- ১৩ আগস্ট ২০২৫, ১৪:৫৭
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রীদের সঙ্গে উপাচার্যকে জড়িয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল সদস্য সচিব শামসুল আরেফিনের কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মানববন্ধন করেছেন নারী শিক্ষার্থীরা। আজ রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘পর্দা শুধু একটি কাপড় নয়, এটি মুসলিম নারীর ধর্মীয় অধিকার ও আবেগের বিষয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে পর্দা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য ও কটূক্তি কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তার মন্তব্যের মাধ্যমে সব মুসলিম নারীদেরকে অসম্মান করা হয়েছে। এজন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’
ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী হুমাইরা বলেন, ‘আমরা ৯৪ শতাংশ মুসলিমের দেশে বাস করি। এখানে পর্দাকে নিয়ে কটূক্তি কোনো ভালো মানুষ করতে পারে না। স্বাধীনতার পরেও কেন আমাদের এরূপ মন্তব্য শুনতে হবে? আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
নাট্যকলা বিভাগের শিক্ষার্থী তিশা বলেন, ‘পর্দা ইসলাম ধর্মের ফরজ বিধান। পর্দা মুসলিম হিসেবে আমাদের অধিকার। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ পর্দা নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন না। নাট্যকলা বিভাগে পড়ে কেও শাহাবাগী হবে বিষয়টি এমন নয়। আমি বিশ্বাস করি পর্দা নারীর অধিকার এবং এটা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য অগ্রহণযোগ্য।’
আরও পড়ুন: ঢাবি ছাত্রীদের সঙ্গে উপাচার্যকে জড়িয়ে জবি ছাত্রদল সদস্য সচিবের কুরুচিপূর্ণ মন্তব্য, সমালোচনার ঝড়
ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া বলেন, ‘এটি শুধু মুসলিম নারীকেই নয়, মূলত সব নারীকে অপমান করা হয়েছে। প্রশাসনের কাছে আমাদের দাবি যাতে ভবিষ্যতে নারীদের নিয়ে কেউ কটূক্তি করতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হয়।’
দর্শন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রীসংস্থার বুশরা বলেন, ‘তার মন্তব্য শুধু আমাদের সংগঠনই নয় বরং এর মাধ্যমে সব মুসলিম নারীকে অসম্মান করা হয়েছে। এজন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুই দফা দাবি উত্থাপন করেন। তাদের দাবিগুলো হলো; জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং পর্দা করে চলা নারীদের বিরুদ্ধে কটূক্তি রোধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এর আগে ঢাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্রী সংস্থার প্রতিনিধি ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা বিনিময়ের ছবি তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্ট করে
এর আগে, গতকাল শনিবার (৯ আগস্ট) জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্রী সংস্থার ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা বিনিময়ের ছবি ছবি ব্যঙ্গাত্মক ও কুরুচিপূর্ণভাবে শেয়ার দেন। একই পোস্টে মন্তব্যের উত্তরে তিনি যৌন ইঙ্গিতপূর্ণ ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানান সমালোচনার ঝড় ওঠে।