গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রথমবর্ষের ক্লাস শুরু সোমবার
- ১৩ আগস্ট ২০২৫, ১৯:৫৭
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১১ আগস্ট)। আজ রবিবার (১০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনে অনার্স ১ম বর্ষ ১ম সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাসসমূহ আগামী ১১ আগস্ট (সোমবার) থেকে শুরু হবে।
আরও পড়ুন: বেরোবিতে র্যাগিংয়ের শাস্তি স্থায়ী বহিষ্কার
এ ব্যাপারে স্ব-স্ব বিভাগের চেয়ারম্যানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।