শিক্ষককে ফাঁসাতে স্কুলের চৌবাচ্চায় বিষ, কর্ণাটকের ১১ শিশু হাসপাতালে
- ০৮ আগস্ট ২০২৫, ১২:১৪
ভারতের কর্ণাটক রাজ্যের বেলগাভিতে একজন সংখ্যালঘু মুসলিম শিক্ষককে ফাঁসাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানির চৌবাচ্চায় বিষপ্রয়োগ করা হয়েছে। চৌবাচ্চার পানি পান করে ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বেলগাভির পুলিশ সুপার ভীমশঙ্কর গুলেদ জানান, অভিযুক্তরা প্রধান শিক্ষককে বদলির করানোর উদ্দেশ্যে পানিতে বিষ প্রয়োগ করেছে। এ ঘটনার মুল মূল পরিকল্পনাকারী সাগর পাটিল তার এক আত্মীয় শিক্ষার্থীর মাধ্যমে পানির চৌবাচ্চায় বিষ প্রয়োগ করেন। অভিযুক্তদের গ্রেফতারের পরে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। তিনি বলেন, ‘শিশুদের ওপর এই ধরনের হামলা গণহত্যার সমতুল্য। এই ধর্মীয় সংকীর্ণ মানসিকতা কতটা ভয়াবহ রূপ নিতে পারত তার একটি জঘন্য উদাহরণ এ ঘটনা। বিজেপি নেতাদের এ ঘটনার দায় নেয়া উচিত।’
আরও পড়ুন: ভারতীয় পণ্যের উপর শুল্ক দ্বিগুণ করল আমেরিকা, নতুন শুল্কহার ৫০ শতাংশ
এদিকে, কর্ণাটকের শিবমোগ্গা জেলার হুভিনাকোনে গ্রামে আরেকটি স্কুলে কীটনাশক মেশানো হয়েছে। এ ঘটনায় রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন নিজ উদ্যোগে অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে কীটনাশকের বোতল উদ্ধার করেছে। জেলার উপ-পুলিশ সুপার অরবিন্দ কালাগুজ্জি নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও, এলাকাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।