৩৬ জুলাই উপলক্ষে বিশেষ ছাড়ে ও অফারে টেলিটকের ‘জেন-জি’ সিম কেনার সুযোগ

‘৩৬ জুলাই’ উপলক্ষে বিশেষ অফার দিয়েছে টেলিটক
‘৩৬ জুলাই’ উপলক্ষে বিশেষ অফার দিয়েছে টেলিটক © সংগৃহীত

‘৩৬ জুলাই’ উপলক্ষে বিশেষ ছাড়ে ও অফারে ‘জেন জি’ সিম কেনার সুযোগ দিচ্ছে রাষ্ট্রীয় মোবাইল ফোন অপারেটর টেলিটক। ১৯৯৭ সালের পর জন্মগ্রহণ করা প্রজন্ম মাত্র ১০০ টাকায় এ সিম কিনতে পারবেন। এতে বিশেষ টকটাইম, এসএমএস ও ডাটা প্যাকেজ পাওয়া যাবে।

টেলিটকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন ‘জেন-জি’ আরও সাশ্রয়ী দামে, এর মূল্য ১০০ টাকা মাত্র। ডিফল্ট ট্যারিফ থাকবে ৫০ পয়সা মিনিট (১ সেকেন্ড পালস্)। অ্যাক্টিভেশন অফারে থাকছে প্রি-লোডেড ব্যালেন্স ৫টাকা, যার মেয়াদ মেয়াদ ১৫দিন। ফ্রি-ডাটা ১ জিবির ৭ দিন মেয়াদ থাকবে। একই মেয়াদে থাকছে ফ্রি এসএমএস ১০০টি।

রিচার্জ অফারে থাকবে আনলিমিটেড অ্যাকাউন্ট ভ্যালিডিটি। স্পেশাল ডাটা অফারে কেনা যাবে ২৫ জিবি, যা ২৮৩ টাকায় মেয়াদ থাকবে আনলিমিটেড। স্পেশাল কম্বো অফারে ২৪ মিনিট, ১০ এসএমএস ১৮ টাকায় মেয়াদ থাকবে ৩৬৫ দিন।

আরও পড়ুন: ‘৩৬ জুলাই’ উপলক্ষে টেলিটকের ইন্টারনেট ও টকটাইমের বিশেষ অফার

এতে আরও বলা হয়েছে, এ ছাড়াও থাকছে আরও অনেক আকর্ষণীয় ডাটা অফার। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ এর মধ্যে এবং যাদের এনআইডি আছে, শুধু তারাই এই প্যকেজের সিম গ্রহণ করতে পারবে। জেন-জি (Gen-Z) নতুন গ্রাহক শুধু টেলিটক কাস্টমার কেয়ার থেকে সিম ক্রয় করে, *১১১# ডায়াল করবেন অথবা মাই টেলিটক অ্যাপ (My teletalk app) ডাউনলোড করবেন। 

অতঃপর রেজিস্ট্রেশন করার মাধ্যমে এ প্যাকেজের জন্য প্রযোজ্য অফারসমূহ উপভোগ করতে পারবে। এ সাশ্রয়ী অফার চলবে আগামী ৩১ আগস্ট।