৪৪তম বিসিএসের ৪৬ প্রার্থী পূরণ করেননি গুগল ফরম, নতুন নির্দেশনা পিএসসির

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন © ফাইল ছবি

৪৪তম বিসিএসে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে ৪৬জন রেজিস্ট্রেশন নম্বরধারী এখনও গুগল ফরম পূরণ করেননি। ১১ আগস্টের মধ্যে এ ফরম আবশ্যিকভাবে পূরণের অনুরোধ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ১৩ ও ২৯ জুলাইয়ের ৬৩ ও ৭৪ নম্বর বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় ৪৪তম বিসিএসে ক্যাডার পদে সাময়িকভাবে মনোনীত ১ হাজার ৬৯০ জন প্রার্থীর মধ্যে ৪৬ জন রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থী গুগল ফরম পূরণ করেননি।

আরও পড়ুন: কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন আরও ১৩৬ শিক্ষার্থী

এসব রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীকে https://forms.gl/XDRX2Y0B0AhUpxTB গুগল ফরমটি আবশ্যিকভাবে ১১ আগস্টের মধ্যে পূরণ করার জন্য পুনরায় অনুরোধ করা হয়েছে।