‘জুলাইয়ের মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের শহীদ ভাইয়েরা’

রংপুরে জুলাই গণঅভ্যুথান উপলক্ষ্যে র‌্যালি
রংপুরে জুলাই গণঅভ্যুথান উপলক্ষ্যে র‌্যালি © টিডিসি ফোটো

রংপুর মহানগর শিবিরের সভাপতি নুরুল হুদা বলেন, এই জুলাইয়ের মাস্টারমাইন্ড হচ্ছে আমাদের শহীদ ভাইয়েরা। এই আন্দোলন হচ্ছে সাধারণ ছাত্র জনতার আন্দোলন। কিন্তু আমরা কি দেখতে পেলাম মুক্তি যুদ্ধে যেমন একক দাবি করতো এখন আরেকটি দল এই আন্দোলনের দাবি করছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে রংপুর মহানগর শিবিরের আয়োজনে ৩৬ জুলাই ফতহে গণভবনে বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণে’ র‍্যালি শেষে আবু সাঈদ চত্বরে এসব কথা বলেন রংপুর মহানগরের সভাপতি নুরুল হুদা।

তিনি বলেন, আপনারা জুলাই স্পিরিট ধারন করুন। যারা জুলাই স্পিরিট ধারন করতে চান না  ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হইতে হবে। ফ্যাসিবাদী সরকারের আমলে নির্যাতনের কথা উল্লেখ করে তিনি বলেন, গত ষোলো বছরে অসংখ্য ভাইকে হাজার হাজার মামলা দিয়ে জেলখনাায় রাখা হয়েছিলো। শিবিরকে হত্যা করা জায়েজ করা হয়েছিল। কেউ সাহস করে অন্যায়ের প্রতিবাদ সেদিন করেনি।

রংপুর মহানগর শিবিরের সভাপতি নুরুল হুদা আশংকা প্রকাশ করে বলেছেন আবারও একক দলীয় সনদ ঘোষণা করা হলে ইসলামি ছাত্র শিবির তথা সাধারণ ছাত্রসমাজ মেনে নেবে না। ফ্যাসিবাদি শাসনামলে শিবির ট্যাগিং রাজনীতি ও চোখ রাঙিয়েছিল এখনো আবারও আমাদেরকে চোখ রাঙানো শুরু করেছে। দেশের প্রয়োজনে সার্বভৌমত্ব ও ইসলাম রক্ষার প্রশ্নে শিবির নিজের জীবন বাজি রেখে মাঠে নেমেছিল। জুলাই আন্দোলনে আমরা আন্দোলন করেছিলাম। আমরা কখনো এই আন্দোলনের একক দাবি করিনি।

শিবির সভাপতি নুরুল হুদা আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি যাদের বাসের ভাড়া ছিলো না তারা এখন বড় বাড়ি করছে। গাড়িতে ঘুরতেছে। যেই আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লব হয়েছিল সেটি আমাদের পূরণ হয়নি। দেশের পরিবর্তনে আমরা এ টি এম আজহার ভাই ও ব্যারিস্টার আরমান ভাইকে ফেরত পেয়েছিলাম  কিন্তু ওলিউল্লাহ মোকাদ্দাস সহ অসংখ্য ভাইকে গুম করা হয়েছিল তাদেরকে আমরা এখনো পায়নি। আমরা এখনো শহীদদের তালিকা ঠিক মতো করতে পারিনি। যারা শহীদদের রক্তের উপর ক্ষমতা পেয়েছে তারা এখনো শহীদের তালিকা আহতদের চিকিৎসা ঠিক মতো করতে পারেনি। 

আরও পড়ুন: পিটার হাসের সঙ্গে বৈঠক গুজবে ব্যঙ্গ করলেন সারজিস

আওয়ামী লীগকে উদ্দেশ্য করে নুরুল হুদা বলেন, যারা আমাদেরকে চোখ রাঙিয়েছিল। যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিলো তারা পাঁচ দিনের মাথায় দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। পূর্বের ন্যায় এখনো ট্যাগিং রাজনীতি চলছে, শিবিরকে চোখ রাঙিয়ে কথা বলতেছে। আমরা আপনাদের হুশিয়ার করে বলে দিতে  চাই আওয়ামী লীগের যে অবস্থা হয়েছিল আপনাদেরও একই অবস্থা হবে।

এর আগে র‍্যালিটি রংপুরের শাপলা চত্বর থেকে শুরু হয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ চত্বরে এসে বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয়।  রংপুর মহানগর শিবিরের সাধারণ সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা, মহানগর সেক্রেটারি আনিসুর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সভাপতি সুমন সরকার, বিশ্ববিদ্যালয় সেক্রেটারি আব্দুর রাকিব,  রংপুর জেলা সভাপতি ফিরোজ মাহমুদ, জেলা সেক্রেটারি হামিদুল ইসলামসহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।