তিতুমীরকে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ শিক্ষার্থীদের

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজধানীর সরকারি তিতুমীর কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৪ আগস্ট) এ বিক্ষোভ করেন তারা। এ সময় স্বতন্ত্র তিতুমীর বিশ্ববিদ্যালয় গঠনের দাবি জানান তারা।

অর্ধশতাধিক শিক্ষার্থীর বিক্ষোভটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে চার ধাপে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় চালুর প্রক্রিয়া বাস্তবায়ন হবে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয়। 

আরও পড়ুন: সেন্ট্রাল ইউনিভার্সিটিতে থাকবে এইচএসসি, হাইব্রিড পাঠদান ও ল্যাপটপসহ যত উদ্যোগ

এ সময় জানানো হয়, সাত কলেজের পাঁচটি কলেজে বিদ্যমান এইচএসসি পর্যায়ের পড়াশোনাও অব্যাহত রাখা হবে। থাকছে হাইব্রিড পদ্ধতিতে পাঠদান, ল্যাপটপ ও কম খরচে ইন্টারনেটের মতো নানান ব্যবস্থা। পুরোনো শিক্ষার্থীরা আগের অ্যাকাডেমিক কাঠামোতে তাদের পড়াশোনা শেষ করবেন।