ময়মনসিংহে এনসিপির পদযাত্রা শেষে অসুস্থ হাসনাত আব্দুল্লাহ
- ৩০ জুলাই ২০২৫, ১১:৩৭
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ময়মনসিংহ নগরীতে অনুষ্ঠিত পদযাত্রা কর্মসূচি শেষে অসুস্থ হয়ে পড়েন দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যার দিকে কর্মসূচি শেষ হওয়ার পর তিনি শারীরিকভাবে দুর্বলতা অনুভব করেন এবং নগরীর একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
হাসপাতালের ব্যবস্থাপক মৃদুল কুমার সরকার গণমাধ্যমকে জানান, ‘জ্বর, সর্দি, কাশি ও বমি সমস্যা নিয়ে হাসপাতালে আসেন হাসনাত আব্দুল্লাহ। তার কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং রিপোর্ট স্বাভাবিক এসেছে। প্রায় দুই ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর রাত সাড়ে ৯টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।’
আরও পড়ুন: পিতৃহীন পরিবারে মায়ের একমাত্র ভরসা ছিলেন আজিজ
এনসিপির স্থানীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, গত কয়েকদিনের ধারাবাহিক কর্মসূচি ও প্রচণ্ড ভ্রমণক্লান্তির কারণে তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থবোধ করছিলেন। তবে চিকিৎসকদের আশ্বাস অনুযায়ী তার শারীরিক অবস্থায় গুরুতর কোনো সমস্যা নেই।
হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর তিনি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দেন বলে নিশ্চিত করেছেন তার সহকর্মীরা।
এনসিপির পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।