বহিরাগত নিয়ে শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা, লাঞ্ছিত হন শিক্ষক: ইইউবি

আহত শিক্ষার্থীদের নিয়ে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ’র সংবাদ সম্মেলন
আহত শিক্ষার্থীদের নিয়ে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ’র সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ (ইইউবি)-এর শিক্ষককে লাঞ্ছিত ও বহিরাগতদের মাধ্যমে শিক্ষার্থীদেরও ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। এ হামলার প্রতিবাদে বুধবার (২৩ জুলাই) মানববন্ধন করেছেন শিক্ষক ও আহত শিক্ষার্থীরা।
মানববন্ধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে প্রক্টর মেজর (অব.) মো. আমিনুর রহমান বলেন, ইউনিভার্সিটির শিক্ষার পরিবেশ নষ্ট করার জন্য কিছু বিপথগামী শিক্ষার্থী বহিরাগতদের সমন্নয়ে হামলা চালিয়েছে‌।

রসায়ন বিভাগের চেয়ারম্যান মো. রুহুল আমিন ফয়সাল বলেন, ‘আমাদের ইউনিভার্সিটির সাবেক কিছু স্টুডেন্ট আছে, যাদের মধ্যে একজনের নাম শুভ। বহিরাগত স্টুডেন্ট নিয়ে এসে তাদের আইডি কার্ড দিয়ে পাঞ্চ করে ভেতরে নিয়ে আসে।’

তিনি বলেন, ‘বর্তমান বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যানকে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল করছিল, স্লোগান দিয়েছিল। এ দৃশ্য দেখে সাধারণ শিক্ষার্থীরা এসে প্রতিবাদ করে। তখন মশিউর রহমান রাঙ্গাসহ বহিরাগতরা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।’

আরও পড়ুন: ইইউবি শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা, আহত ৫

মশিউর রহমান রাঙ্গা এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন অভিযোগ করে আহত শিক্ষার্থী আইন বিভাগের মো. আল-আমিন বলেন, ‘আমরা তাদের থামাতে গেলে তারা আমাদের ওপর আক্রমণ করে। তাদের মধ্যে ছিল ইমরান হোসেন জয়, মেহেদী হাসান, তামিম, সৌরভসহ অনেকে। আমরা লিখিত আবেদন দিয়েছি। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’

এ বিষয়ে ছাত্র কল্যাণ উপদেষ্টা মো. এমদাদুল হক বলেন, ‘পূর্ববর্তী বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান মকবুল আহমেদ খানের অনুসারীরা তার ইশারায় কিছু শিক্ষার্থী ও বহিরাগতদের নিয়ে অবৈধভাবে ইউনিভার্সিটি প্রবেশ করে সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করে। প্রাথমিক তদন্ত ও সিসি ক্যামেরার ফুটেজ চেক করে সিন্ডিকেট সভায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’