ভিভো ওয়াই হানড্রেড সিরিজ নিয়ে আগ্রহ টেকলাভারদের

দেশের বাজারে আসছে ভিভোর নতুন ফোন
দেশের বাজারে আসছে ভিভোর নতুন ফোন © সংগৃহীত

ভিভোর ওয়াই হানড্রেড সিরিজের স্মার্টফোন টেক দুনিয়ায় বেশ আলোড়ন তৈরি করেছে। সিরিজটি ইয়াং জেনারেশনের মধ্যে বেশ আগ্রহ তৈরি করেছে। সোশ্যাল মিডিয়া, টেক রিভিউ, ইউটিউবেও সিরিজটি আলোচনা চলছে। 

সংশ্লিষ্টরা বলছেন, এ সিরিজের জনপ্রিয়তার পেছনে রয়েছে বেশ কিছু কারণ। এর ট্রেন্ডি ও ফ্যাশনেবল ডিজাইন, অ্যাডভান্সড ক্যামেরা ফিচার, শক্তিশালী পারফরম্যান্স, আর পাওয়ারফুল ব্যাটারি। এ কারণে তরুণ টেকলাভারদের প্রিয় হয়ে উঠেছে। এত সব স্পেসিফিকেশন থাকলেও পাওয়া যাচ্ছে সেরা মূল্যে।

কোম্পানিটি জানিয়েছে, তরুণ প্রজন্মের লাইফস্টাইল, ক্রিয়েটিভিটি আর কানেক্টিভিটির চাহিদা মাথায় রেখেই তৈরি করা হয়েছে পুরো সিরিজটি। যারা ট্রেন্ডি লুক, পাওয়ারফুল টেক আর সোশ্যাল মিডিয়ায় সবসময় আপডেটেড থাকতে চায়, তাদের জন্য অলরাউন্ডার হিসেবে বিবেচিত এই সিরিজটি।   

আরও পড়ুন: রেকর্ড গড়ে ১ লাখ ২১ হাজার ডলার ছাড়াল বিটকয়েন

এশিয়াজুড়ে ভিভো ওয়াই হানড্রেড সিরিজ নিয়ে তরুণদের আগ্রহ দেখা গেছে। ভিভো তাদের প্রতিটি ফোন গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে কত যত্নের সাথে তৈরি করেছে। ইউজারদের চাহিদা, নতুন নতুন ইনোভেশন ও ফিচারস নিয়েই কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ডিজাইন, ক্যামেরা বা পারফরম্যান্স – সব কিছুতেই ইউজারের প্রয়োজন ও পছন্দকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। 

গুঞ্জন উঠেছে, ভিভোর প্রিমিয়াম ওয়াই সিরিজের পরবর্তী বিস্ময় শিগগিরই আসছে বাংলাদেশে। তরুণদের মধ্যে ওয়াই হানড্রেড সিরিজ দেশে কতটা সাড়া ফেলে, এবার সবাই তা জানার অপেক্ষায়।