ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের ইন্তেকাল
- ২৪ জুলাই ২০২৫, ১১:১৯
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) উপাচার্য অধ্যাপক ড. রকিব আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২১ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিশ্ববিদ্যালয়ের এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ড. রকীব আহমেদ ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, দক্ষ প্রশাসক এবং নিবেদিতপ্রাণ মানবিক গুন সম্মত ব্যাক্তিত্ব। তিনি দেশের উচ্চশিক্ষা খাতে অসামান্য অবদান রেখেছেন। ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন তিনি।
অধ্যাপক ড. রকিব আহমেদ’র মৃত্যুতে এফআইইউ পরিবার এক অপুরণীয় ক্ষতির সম্মুখীন হলো উল্লেখ করে বলা হয়েছে, মহান আল্লাহ্ রাব্বুল আ’লামীনের দরবারে দোয়া এই যে, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন এবং তার সব গুনাহ ক্ষমা করে দেন।
আরও পড়ুন: জাতীয়করণ থেকে বাদ ২৫ মডেল বিদ্যালয়, বৈষম্যের অভিযোগ
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। একইসঙ্গে সবার কাছে মরহুমেদ রুহের মাগফিরাতের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।