মিনিকেট ও জিরাশাইল চাল বিক্রি বন্ধ হচ্ছে

মিনিকেট ও জিরাশাইলসহ অননুমোদিক চাল বিক্রি বন্ধ করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মিনিকেট ও জিরাশাইলসহ অননুমোদিক চাল বিক্রি বন্ধ করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর © সম্পাদিত

দেশের বাজারে মিনিকেট ও জিরাশাইলসহ অননুমোদিত চালের বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় পুরোপুরি বন্ধ হচ্ছে। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিজ্ঞপ্তি জারি করে এ তথ্য জানিয়েছে। প্রাথমিকভাবে এসব চাল প্রত্যাহারের পাশাপাশি ১৬ আগস্ট কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে অধিদপ্তর।

সংশ্লিষ্ট সবাইকে উদ্দেশ্য করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিনিকেট ও জিরাশাইলসহ অননুমোদিক চালের বিষয়ে গত ১৩ জুলাই জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্ত হলো- কোনো কোম্পানি বা সরবরাহকারী কিংবা কোনো মিলমালিক বা প্রসেসর মিনিকেট, জিরাশাইলসহ কোনো ধরনের অননুমোদিত চাল বাজারজাতকরণ, বিপণন বা সরবরাহ করবেন না এবং অনুরূপ কাজ হতে সকলে বিরত থাকবেন।

তিনটি ধাপে বাজার হতে মিনিকেট বা জিরাশাইল চাল প্রত্যাহার নিশ্চিত করা হবে। প্রথম ধাপে ৩১ জুলাই পর্যন্ত মিনিকেট, জিরাশাইলসহ সব অননুমোদিত চাল বাজার হতে প্রত্যাহার বা প্যাকেট বস্তাকে চালের নাম দ্বারা প্রতিস্থাপন করা হবে।

আরও পড়ুন: সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ক্লাস শুরুর তারিখ ঘোষণা

দ্বিতীয় ধাপে ১ আগস্ট হতে ১৫ আগস্ট পর্যন্ত বাজার হতে প্রত্যাহার বা পরিবর্তিত প্যাকেট বা বস্তা সম্পর্কে তদারকি চলবে। তৃতীয় ধাপে ১৬ আগস্ট হতে কঠোর আইনানুগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।