২৮তম বিসিএস: পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন দায়িত্বে ডিসি মাসুদ

মো. মাসুদ আলম
মো. মাসুদ আলম © টিডিসি সম্পাদিত

পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের সংগঠনে নতুন দায়িত্ব পেয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। ২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তিনি। সংগঠনটির সভাপতি হয়েছেন মির্জা তারেক আহমেদ বেগ। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পুলিশ অফিসার্স মেসে ব্যাচের উপস্থিত সদস্যদের ভোটে তারা নির্বাচিত হন। রবিবার (২০ জুলািই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মির্জা তারেক আহমেদ বেগ ও মোহাম্মদ মাসুদ আলম আগামী দুই বছরের জন্য অ্যাসোসিয়েশনের নেতৃত্বে থাকবেন। বর্তমানে দুজনই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদে কর্মরত।

আরও পড়ুন: ৪ আগস্ট ছাত্রদের পক্ষে ঢাল হয়ে দাঁড়ানো সেই মাসুদ এখন রমনার ডিসি

সভায় নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, মো. মোতাহার হোসেন এবং কামারুম মুনিরা। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, খুব শিগগিরই অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এর আগে ২০২৪ সালের গণআন্দোলনের সময়ের একটি ভাইরাল ভিডিওতে শিক্ষার্থীদের হয়ে কথা বলতে দেখা যায় মাসুদ আলমকে। তখনকার পাবনার অতিরিক্ত পুলিশ সুপারের (অর্থ ও প্রশাসন) দায়িত্বে ছিলেন তিনি।

ছড়িয়ে পড়া ভিডিওতে মাসুদ আলমকে বলতে শোনা যায়, ‘যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে, তাহলে আমি আছি। আমার উপর দিয়ে যাইতে হবে। আগে আমাকে মারতে হবে, তারপর যাইতে হবে। এই দিকে গ্যাঞ্জাম করার দরকার নাই, ওইদিকে কেউ যদি আসে আমি দেখতেছি।’