ঢাবির নিরাপত্তায় ১৮২ সিসি ক্যামেরা, বেড়েছে টহল
- ২২ জুলাই ২০২৫, ১৮:৫৫
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীসহ সবার নিরাপত্তায় ১৮২টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যাল কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে অংশীজনদের সঙ্গে তফসিল সংক্রান্ত চূড়ান্ত সভায় এ তথ্য জানানো হয়েছে। রবিবার (২০ জুলাই) সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সভা শুরু হয়েছে।
সভায় জানানো হয়, ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। গত জুন মাস থেকে ৫০টি সিসিটিভি ক্যামেরা যুক্ত করা হয়েছে। বর্তমানে বিভিন্ন জায়গায় ১৮২ টি সিসিটিভি ক্যামেরা কাজ করছে। বিভিন্ন স্থানে লাইটের সংখ্যা বাড়ানো হয়েছে।
মুহসিন হল, এফএইচ হল, লাইব্রেরীসহ গুরুত্বপূর্ণ স্থানে লাইট লাগানো হয়েছে। প্রক্টরিয়াল মোবাইল টিমের ভিজিলেন্স বাড়ানো হয়েছে। বর্তমান সদস্য সংখ্যা ৩৮ । ২৪/৭ ভিত্তিতে তারা কাজ করছে। নিরাপত্তা গেটগুলোতে সশস্ত্র পুলিশ থাকছে। পুলিশের স্ট্যাটিক ফোর্স রাখা হয়েছে।
আরও পড়ুন: ডাকসুর তফসিল ২৯ জুলাই, নির্বাচন সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ
আরও জানানো হয়, ক্যাম্পাসের প্রবেশ পথগুলোতে সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে। কবি সুফিয়া কামাল হল, মৈত্রী হলের দিকে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে। ক্যাম্পাসের ভাসমান দোকান উচ্ছেদ এবং ক্যাম্পাস সংলগ্ন এলাকায় মাদকসহ সকল অপরাধ কর্মকাণ্ড নিয়মিত উচ্ছেদ করা হচ্ছে। আইনশৃংখলা বাহিনীর সাথে নিয়মিত বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা চলমান রয়েছে।