তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে বাঁশখালীতে বিক্ষোভ

কটূক্তির প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভ
কটূক্তির প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভ © টিডিসি ফোটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই (শনিবার) বাঁশখালী আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং তরুণ রাজনীতিবিদ মফিজুর রহমান আশিকের নির্দেশনায় এই কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ। সভাটি সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ইমরানুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল মনসুর, এসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, চট্টগ্রাম আদালত।

প্রধান অতিথি অ্যাডভোকেট আবুল মনসুর তাঁর বক্তব্যে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার সহ্য করা হবে না। যদি এই অপপ্রচার চলতে থাকে, সারা বাংলাদেশে বিক্ষোভে ফেটে পড়বে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমান, যিনি ৩১ দফা প্রণয়ন করেছেন দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। তার নেতৃত্বে বাংলাদেশে সংস্কার ও উন্নয়ন হবে।’

আরও পড়ুন: মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

তিনি বাঁশখালীতে মফিজুর রহমান আশিকের মতো একজন সৎ, ত্যাগী, মেধাবী ছাত্রনেতা থাকার জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, মফিজুর রহমান আশিক যদি বিএনপি থেকে মনোনীত প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে বাঁশখালীতে উন্নয়ন আসবে।

সভাপতির বক্তব্যে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আবুল কালাম আজাদ বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী। তাকে বাদ দিয়ে দেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। তার বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য আমাদের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করছে।’

তিনি আরও বলেন, ‘মফিজুর রহমান আশিক একজন সৎ, নির্যাতিত, নিষ্ঠাবান নেতা। যদি বিএনপি তাকে মনোনীত করে, তাহলে বাঁশখালীর মানুষের জীবনযাত্রা ও ভাগ্য পরিবর্তন হবে।’

এছাড়া সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল নেতা জালাল উদ্দিন, মহানগর যুবদল নেতা আরিফুল ইসলাম, সাবেক দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আনিসুর রহমান, যুবদল নেতা জুনাইদ করিম, অ্যাডভোকেট ইলিয়াস, শামশুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আশেকুর রহমান, ছাত্রনেতা মাইমুনুর রশিদ, সেচ্ছাসেবকদল নেতা হেফাজ উদ্দিন মানিক, ছাত্রনেতা মিশকাত, আব্দুর রহমান, মিয়া প্রমুখ। এছাড়া বাঁশখালী উপজেলার বিএনপি নেতা-কর্মীরা প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।