উদ্যানে জামায়াতের সমাবেশ, ঢাবি ক্যাম্পাসে বহিরাগতের চাপ
- ২০ জুলাই ২০২৫, ০৭:৫৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মেলনকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন সমর্থক ও নেতাকর্মীরা। সেই সম্মেলনকে ঘিরে ক্যাম্পাসের ভেতরে বহিরাগতের চাপ লক্ষ্য করা যায়। সোহরাওয়ার্দী উদ্যানে পর্যাপ্ত জায়গা না তারা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান করছে।
শনিবার (১৯ জুলাই) বেলা বারোটার দিকে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করলে তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে মল চত্বর, টিএসসি, বটতলা, কলাভবন ও কার্জন এলাকায় ভোর থেকে তারা বিশ্রাম নিচ্ছেন।
.jpg)
একাধিক জনের সাথে কথা বলে জানা গেছে, রাতেই তার এখানে এসেছে। সোহরাওয়ার্দী উদ্যানে প্রচুর মানুষের উপস্থিতি। তাই একটু বিশ্রাম নেওয়ার জন্য ক্যাম্পাসের বিভিন্ন ছায়াযুক্ত স্থানে তারা অবস্থান নিয়েছে।
আরও পড়ুন: জামায়াতের সমাবেশ, যেসব সড়ক এড়িয়ে চলবেন
এদিকে ক্যাম্পাসের ভেতরে বহিরাগত মানুষ এমন উপস্থিত দেখে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। নিরাপত্তা নিয়ে কেউ কেউ প্রশাসনের এমন উদাসীনতার তীব্র সমালোচনা করছে।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগ আজকের ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে। পরীক্ষা বর্জন করা একাধিক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, তারা পরীক্ষাই অংশগ্রহণ করছে না। এদিকে পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি বলছে , পরীক্ষা যথারীতি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে কোন বিভাগ যদি পরীক্ষা না নেয় সেটা তাদের নিজস্ব ব্যাপার।
সার্বিক দিক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত যোগাযোগ করা সম্ভব হয় নি।