ইবি ছাত্র সাজিদের গায়েবানা জানাজা পড়লেন শিক্ষার্থীরা
- ২০ জুলাই ২০২৫, ১৭:০৯
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এ গায়েবানা জানাজা পড়েন শিক্ষার্থীরা।
জানাজার আগে বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, সজিদ আব্দুল্লাহর এমন অকাল মৃত্যু কেউ সহজে মেনে নিতে পারেনি। এটা কোনো স্বাভাবিক মৃত্যু হতে পারে না। তারা এ মুত্যুর সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করছি।
শিক্ষার্থীরা তার মৃত্যুর সঠিক বিচারের দাবিতে প্রয়োজনে আন্দোলন করবেন জানিয়ে বলেন, তার রহস্যজনক মৃত্যুর বিচারের আগে কেউ আন্দোলন ছেড়ে যাবে না।
আরও পড়ুন: ইবি ছাত্র সাজিদের মৃত্যুর ঘটনার তদন্ত ও নিরাপদ ক্যাম্পাসের দাবি ছাত্রদলের
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহ’র মরদেহ উদ্ধার করা হয়। পরে শুক্রবার বেলা ১২টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘটাইলে দাফন সম্পন্ন হয়েছে।