অটোরিকশাচালককে মারধর করায় বিএনপি নেতার সদস্যপদ স্থগিত
- ১৫ জুলাই ২০২৫, ২৩:৩৭
জামালপুরের মেলান্দহে অটোরিকশাচালককে মারধরের ঘটনায় গাজী রাশেদুজ্জামান মশিউর নামে বিএনপির এক নেতার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে উপজেলা বিএনপি। সোমবার (১৪ জুলাই) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন অটোরিকশাচালককে মারধর এবং ঘটনাস্থলে থাকা অপর এক ব্যক্তিকে লাঞ্ছিত করার ঘটনার সুনির্দিষ্ট অভিযোগে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এর পরিপ্রেক্ষিতে উপজেলা বিএনপির সাবেক সদস্য গাজী রাশেদুজ্জামান মশিউরের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হলো।পরবর্তীতে তার আচরণ সংশোধনের ভিত্তিতে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে উপজেলার নয়াগর ইউনিয়নের মালঞ্চ বাজার এলাকা থেকে রেলস্টেশনে যাওয়ার জন্য এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের সঙ্গে কথা কাটাকাটি হয় বিএনপি নেতা মশিউরের। চালক রাজি না হওয়ায় তিনি উত্তেজিত হয়ে তাকে মারধর করেন। এ সময় এক বৃদ্ধ ব্যক্তি প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
আরও পড়ুন: প্রাথমিক থেকে বাদ ‘সহকারী শিক্ষক’, নতুন পদবি হচ্ছে শুধু ‘শিক্ষক’, পরিবর্তন আরও ৪ পদে
ঘটনার পর স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি উপজেলা বিএনপির নজরে এলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জরুরি সিদ্ধান্ত নেয়া হয়। গাজী রাশেদুজ্জামান মশিউর বলেন, ‘আমি একজন অটোচালককে যেতে বললে সে অস্বীকৃতি জানায়। আমি তাকে ধমক দিলে পাশের একজন এসে ধাক্কা দেয়, তখন আমিও তাকে ধাক্কা দিই। এর বাইরে আর কিছু ঘটেনি। তবে দল যে সিদ্ধান্ত নিয়েছে, আমি তা মেনে নিচ্ছি।’
এ বিষয়ে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু বলেন, ‘দলের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়েছি। কেউই দলের শৃঙ্খলার ঊর্ধ্বে নয়।’