এসএসসির ফলে ফেয়ারনেসে সেরা চট্টগ্রাম, দ্বিতীয় সিলেট
- ৩১ জুলাই ২০২৫, ১১:২৪
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর থেকে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়েছে। এ বছর জিপিএ-৫ পাওয়ার দিক থেকে শীর্ষে ঢাকা বোর্ড থাকলেও ফেয়ারনেসে সেরা চট্টগ্রাম বোর্ড। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিলেট বোর্ড।
এবার সারাদেশে মোট ৭২১ জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। তার মধ্যে সবচেয়ে কম চট্টগ্রাম বোর্ডে। গত বছরও শূন্য বহিষ্কার নিয়ে স্বচ্ছতার দিক থেকে এগিয়ে ছিল চট্টগ্রাম। দ্বিতীয় অবস্থানে থাকা সিলেট বোর্ডে বহিষ্কার হয়েছে ২ জন শিক্ষার্থী। এদিকে ঢাকা বোর্ডে বহিষ্কার হয়েছে ৪১ জন শিক্ষার্থী।
আরও পড়ুন: জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে ঢাকা, কোন বোর্ডে কত?
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩৭ হাজার ৬৮ জন। এর মধ্যে ছেলে ১৭ হাজার ৭৬ জন ও মেয়ে ১৯ হাজার ৯৯২ জন। অন্যদিকে, বরিশাল ঢাকা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ১১৪ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৪২৯ জন ও ছাত্রী ১ হাজার ৬৮৫ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থী ২২ হাজার ৩২৭ জন, কুমিল্লায় ৯ হাজার ৯০২ জন, যশোরে ১৫ হাজার ৪১০, চট্টগ্রামে ১১ হাজার ৮৪৩, সিলেটে ৩ হাজার ৬১০, দিনাজপুরে ১৫ হাজার ৬২জন, ময়মনসিংহে ৬ হাজার ৬৭৮।