কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন যশোরের ইশরা

টরেন্টো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন যশোরের ইশরা
টরেন্টো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন যশোরের ইশরা © টিডিসি ফটো

কানাডার গবেষণাধর্মী সরকারি টরেন্টো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন যশোরের বাঘারপাড়ার মেয়ে শামামা তাবাস্সুম ইশরা। আগামী সেপ্টেম্বর সেশনে তিনি হেলথ সায়েন্স (স্বাস্থ্যবিজ্ঞান) বিষয়ে উচ্চশিক্ষার জন্য ভর্তি হবেন। এতে বেশ খুশি তার পরিবার ও আত্মীয়-স্বজন।

ইশরা উপজেলার বন্দবিলা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা। তার বাবা মাসুম হোসেন পেশায় ফার্মাসিস্ট ও মা সেলিনা আক্তার নিলু গৃহিণী।

আরও পড়ুন: এবার চীন সফরে যাচ্ছে জামায়াতের শীর্ষ প্রতিনিধিদল

ইশরার দাদু চন্ডিপুর গ্রামের সিরাজুল ইসলাম বলেন, ‘আমার নাতনি পরিবার ও এলাকার মুখ উজ্জ্বল করেছে। তার সফল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চাই।’

শামামা তাবাসসুম ইশরা ২০১১ সালে ঢাকার গ্রীনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাথমিক শিক্ষাজীবন শুরু করেন। ২০১৩ সালে বাবা-মায়ের সঙ্গে কানাডায় পাড়ি জমান। গত ২৭ জুন আনুষ্ঠানিকভাবে হাইস্কুল ডিপ্লোমা (গ্রেড-১২) অর্জন করেছেন ইশরা। শুধু তাই নয়; গ্রেড-১২ পর্যন্ত প্রতিবছর অ্যাকাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ডও অর্জন করেছেন মেধাবী এই শিক্ষার্থী।