এখনো চূড়ান্ত নয় বাংলাদেশে আরোপিত ৩৫ শতাংশ শুল্ক
- ১১ জুলাই ২০২৫, ১০:০৭
বাংলাদেশসহ ১৪ দেশের শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আগামী আগস্টের মধ্যে চুক্তিতে পৌঁছাতে পারলে সেটি নমনীয় হতে পারে। সে হিসেবে আরোপিত ৩৫ শতাংশ শুল্ক এখনও ‘শতভাগ চূড়ান্ত নয়’ বলে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
সোমবার (৭ জুলাই) শুল্কের এ ঘোষণা দিয়ে বাণিজ্যযুদ্ধ উসকে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিন বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়াসহ প্রধান কিছু বাণিজ্যিক অংশীদারকে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, এপ্রিল মাসে স্থগিত করা পাল্টা শুল্ক তিন সপ্তাহের মধ্যে, কিংবা আগের চেয়েও বেশি হারে ফিরে আসবে।
টোকিও ও সিউলের পণ্যের ওপর ২৫ শতাংশ হারে শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। ইন্দোনেশিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও মালয়েশিয়াসহ ১৪ দেশের ওপর ২৫ থেকে ৪০ শতাংশ শুল্কের কথা বলা হয়েছে। আগস্টের সময়সীমা সম্পর্কে ট্রাম্প বলেন, ‘সময়সীমা ঠিকঠাক রয়েছে, তবে শতভাগ নয়।’
এবারও শুল্ক আরোপ নিয়ে দর-কষাকষির সুযোগ রেখেছেন ট্রাম্প। যদিও তার ঘোষণায় বৈশ্বিক অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। ট্রাম্প বলেছেন, কেউ যদি ভিন্ন প্রস্তাব দেয়, সেটা ভালো লাগলে তা আমরা করব।’
গত ২ এপ্রিল ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর সব দেশের জন্য ১০ শতাংশ শুল্ক ধার্য করেন। তবে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দেওয়ায় তা ৯০ দিনের জন্য স্থগিত করেন। বুধবার থেকে আবার কার্যকর হওয়ার আগেই ট্রাম্প দেশগুলোর সরকারপ্রধানদের ওই চিঠি পাঠান। দেশগুলো পাল্টা ব্যবস্থা নিলে আরও কড়াকড়ি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। তবে সময়সীমা ১ আগস্ট পর্যন্ত বাড়িয়েছেন।
আরও পড়ুন: বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের, কার্যকর কবে থেকে?
নতুন এ সময়সীমা বিলম্বই বলা হচ্ছে। তবে প্রশ্ন দেখা দিয়েছে, চূড়ান্ত সময়সীমা কোনটি। ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করা চিঠির তথ্য বলছে, ইন্দোনেশিয়ার পণ্যে ৩২ শতাংশ, বাংলাদেশের ৩৫ ও থাইল্যান্ডের ওপর ৩৬ শতাংশ শুল্ক আরোপ করা হবে। লাওস ও কম্বোডিয়ার মতো কয়েকটি দেশে কিছুটা কম। এ পর্যন্ত যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে দুটি চুক্তি হয়েছে। চীনের সঙ্গে শুল্ক কমানোর ব্যাপারে সমঝোতা হয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, বাণিজ্য আলোচনায় তিনি আপস করবেন না। এ বিষয়ে হোয়াইট হাউসের উপদেষ্টা লেভিট বলেন, এটা প্রেসিডেন্টের এখতিয়ার। এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ওয়েন্ডি কাটলার বলেন, টোকিও ও সিউলের কাছে পাঠানো চিঠি অন্যদের জন্য সতর্কবার্তা। তাদের অনেক প্রতিষ্ঠান সম্প্রতি যুক্তরাষ্ট্রে ব্যাপক বিনিয়োগ করেছে।
সোমবার যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে কিছু চুক্তির ঘোষণা আসবে। যদিও ট্রাম্পের নতুন ঘোষণার প্রভাবে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ধস নামে। ব্রিকস জোটের সঙ্গে ঘনিষ্ঠ দেশগুলোর ওপর আরও ১০ শতাংশ হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। অনেক দেশ শুল্ক এড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।