এইচএসসি পরীক্ষার কেন্দ্রে শিক্ষার্থীকে সাপের ছোবল
- ০৯ জুলাই ২০২৫, ১০:৩৭
চট্টগ্রামের পটিয়ায় পরীক্ষা চলাকালীন বিষাক্ত সাপের ছোবলে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মো. বোরহান উদ্দিন সাগর (১৯) নামে এক শিক্ষার্থী। সোমবার (৭ জুলাই) সকালে আইসিটি পরীক্ষার সময় খলীল মীর ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রের হলে এ ঘটনা ঘটে।
বোরহান হুলাইন সালেহ নূর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তিনি উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্দা গ্রামের ফরিদুল আলমের ছেলে। তার মা জেসমিন আক্তার জানান, সকাল সাড়ে ৯টায় পরীক্ষা শুরুর মুহূর্তে হল রুমে বসে থাকা অবস্থায় হঠাৎ বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। বিষয়টি টের পেয়ে অন্য শিক্ষার্থীরা চিৎকার শুরু করলে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে নেওয়ার পর সাগরকে ভর্তি রেখে চিকিৎসা শুরু হয়। তবে পরিবারের সদস্যরা পরীক্ষা দেওয়া সম্ভব কিনা জানতে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। কলেজ কর্তৃপক্ষ জানায়, বেলা ১টার মধ্যে পরীক্ষার হলে হাজির করলে পরীক্ষায় অংশ নিতে পারবে। পরে তাকে নিয়ে মেডিকেলের বন্ড সাইন করে কলেজে হাজির হন স্বজনরা। কিন্তু কেন্দ্রে পৌঁছেও পরীক্ষা দেওয়ার সুযোগ মেলেনি। ১৫ মিনিট দেরি দেখিয়ে তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।
এ ঘটনায় বোরহানের পরিবার হতাশা প্রকাশ করেছে। একমাত্র ছেলের এমন দুর্ঘটনা ও পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় তার এক বছর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পরিবারের দাবি, মানবিক দিক বিবেচনা করে তার সুযোগ থাকা উচিত ছিল।
আরও পড়ুন: অসুস্থের একদিন পর না ফেরার দেশে ঢাবি শিক্ষার্থী আহসান
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামিহা রওশন জানান, সকালেই সাগরকে হাসপাতালে আনা হয়। সাপের ছোবলের কারণে তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।
পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত পটিয়া খলিল মীর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল এস এম মিজবাহউর রহমান বলেন, একজন পরীক্ষার্থীকে সকালে সাপে ছোবল দেওয়ার কথা তিনিও শুনেছেন। তবে সাপটি আর কেউ দেখেননি। পরীক্ষার্থী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ছেলেটি মেডিকেল কর্তৃপক্ষকে বলে পরবর্তীতে কেন্দ্রে এলে তাকে ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে।
এ বিষয়ে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান বলেন, পরীক্ষার্থীর কেন্দ্রে সাপে ছোবল দেওয়ার বিষয়টি তাকে কেউ জানায়নি।