ছাত্র অধিকার পরিষদের কমিটিতে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক’ পদ
- ০২ জুলাই ২০২৫, ২৩:৫৫
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সরকারি বাঙলা কলেজ শাখার এক বছর মেয়াদী ৩৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে আকাশ চৌধুরী সভাপতি এবং শেখ ওয়ালিদ হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। গত ৩০ জুন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সংগঠনের নেতাকর্মীদের দায়িত্ব প্রদান করা হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থান’র স্মৃতি সংরক্ষণ ও গবেষণাকে কেন্দ্র করে এই কমিটিতে প্রথমবারের মতো ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক’ পদটি যুক্ত করা হয়েছে।একজনকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনির্বাচিত সভাপতি আকাশ চৌধুরী বলেন, ‘বিপ্লব পরবর্তী ভঙ্গুর দেশকে নতুনভাবে বিনির্মাণ করতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সরকারি বাঙলা কলেজ শাখা বদ্ধপরিকর। স্বৈরাচার শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনীর রক্তচক্ষু, হামলা, হুংকার উপেক্ষা করে আমরা ক্যাম্পাসে কার্যক্রম চালিয়েছি। ভবিষ্যতে নতুন কোনো ফ্যাসিস্টের জন্ম হলেও শক্ত হাতে প্রতিহত করব।’
আরও পড়ুন: ছাত্রলীগ নেতাকে ধরিয়ে দিতে থানায় গিয়ে হামলার শিকার বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা
তিনি বলেন, ‘ক্যাম্পাসে শিক্ষার্থীদের ভয়ডরহীন নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। দলমত নির্বিশেষে জুলাই বিপ্লবের চেতনা, তারুণ্যের শক্তি সর্বদা ঐক্যবদ্ধ রাখব। ক্যাম্পাসের যেকোনো সমস্যায় শিক্ষার্থীদের প্রয়োজনে ক্যাম্পাসের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন, ছাত্র কল্যাণসহ সকলকে সাথে নিয়ে মোকাবেলা করব এবং বাঙলা কলেজের সম্মান সমুন্নত রাখব।’
সাধারণ সম্পাদক শেখ ওয়ালিদ হোসেন বলেন, ‘সরকারি বাঙলা কলেজ শাখার নেতাকর্মীরা ইতোমধ্যে ক্যাম্পাসের নানাবিধ সমস্যার সমাধানে সক্রিয়ভাবে কাজ করেছে। লেক পরিষ্কারকরণ কর্মসূচি, নতুন ক্যান্টিন চালুর দাবি, নতুন কলেজ হোস্টেলের প্রয়োজনীয়তা তুলে ধরা এবং ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছি। আমরা বিশ্বাস করি—শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়ে কলেজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। সেই লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি এবং যাব।’