সন্ধ্যায় জামায়াতের সঙ্গে বসছে গণ অধিকার পরিষদ

জামায়ত ও গণ অধিকার পরিষদ
জামায়ত ও গণ অধিকার পরিষদ © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসছে গণ অধিকার পরিষদ। আজ মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিকেলে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গু সংক্রমণ বেড়েছে, আক্রান্ত কত?

তিনি জানান, বৈঠকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেবে। অপরদিকে জামায়াতের পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত থাকবেন।

তবে এ বৈঠকে আলোচ্য বিষয় কী হতে পারে, সে সম্পর্কে কিছু জানাননি তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, আন্দোলন ও নির্বাচন কেন্দ্রিক ঐক্য গড়ার বিষয়টি আলোচনায় প্রাধান্য পেতে পারে।