ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলার প্রাচীন লোকজ অলংকার প্রদর্শনী

বিভিন্ন অলংকারের প্রদর্শনী
বিভিন্ন অলংকারের প্রদর্শনী © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে হারিয়ে যেতে বসা বাংলা ঐতিহ্যের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত এবং প্রাচীনকালে নারীদের ব্যবহৃত বিভিন্ন অলংকার সংগ্রহ ও প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের উদ্যোগে রবীন্দ্র-নজরুল কলা ভবনের ৫ম তলার করিডরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

এ সময় শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিন ধরে সংগ্রহ করা বাংলার প্রাচীন যুগে ব্যবহৃত নারীদের বিভিন্ন অলংকার প্রদর্শন করেন। এর মধ্যে রূদ্রাক্ষ, কল্কা, রূপার নূপুর, নাকছাবি, ঘুঙরা, কাঠের চুড়ি, শঙ্কের হার, হাতির দাঁতের দুল, বাশের কেশবন্ধনী, পুতির মালা, ধান তাবিজ, টিকলী, তুলসী মানা, মাটির চুড়ি, তিন ধাতুর চুড়ি, তামার পেটি, রত্নপাথরের আংটি ইত্যাদি বিভিন্ন অলংকার প্রদর্শন করা হয়।

শিক্ষার্থীরা জানান, এখন আগের যুগের অলংকার আর ব্যবহৃত হয় না। অত্যাধুনিক প্রযুক্তির নতুন নতুন ডিজাইনের অলংকার এখন মানুষ ব্যবহার করে। তাদের নানি-দাদিদের আমলে এগুলো ছিল না। তারা যেগুলো ব্যবহার করতেন, সেগুলোর মধ্যে চেষ্টা করে যতটা সম্ভব তারা বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে আজকে এখানে প্রদর্শন করেন৷ এগুলোর অনেক কিছুই সৌন্দর্যবর্ধনের পাশাপাশি বিভিন্ন বিশ্বাস থেকে ব্যবহার করা হতো।

আরও পড়ুন: সাত বাস আটক করলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

বিভাগের শিক্ষক সহকারী অধ্যাপক ড. এরশাদুল হক বলেন, “আমাদের বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে ‘বাংলার লোকজীবনে ব্যবহৃত লোক অলংকার’ শিরোনামে একটি প্রদর্শনী আয়োজন করা হয়েছে। এ প্রদর্শনীর মাধ্যমে বাংলার গ্রামীণ সমাজে প্রচলিত ঐতিহ্যবাহী অলংকারের নান্দনিকতা, ব্যবহারিক দিক এবং সাংস্কৃতিক তাৎপর্য তুলে ধরা হয়েছে। প্রদর্শনীর প্রতিটি উপাদান আমাদের লোকসংস্কৃতির জীবন্ত সাক্ষ্য বহন করে, যা শিক্ষার্থীদের গবেষণাধর্মী চিন্তাভাবনার ফল এবং বাংলার লোকজীবন সম্পর্কে গভীর অনুধাবনের প্রমাণ।’