বিনা মূল্যে উচ্চশিক্ষার সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে
- ২৬ জুন ২০২৫, ২১:০৭
আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডির প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। ‘নাইট-হেনেসি স্কলার্স’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এই স্কলারশিপের জন্য। আবেদনের শেষ সময় ৮ অক্টোবর ২০২৫।
নাইকি কোম্পানির প্রতিষ্ঠাতা ফিল নাইট ও তার স্ত্রী পেনি নাইট স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেন। ফিল নাইট ও বিশ্ববিদ্যালয়ের দশম সাবেক প্রেসিডেন্ট জন হেনেসির নাম অনুসারে এর নামকরণ করা হয়। প্রোগ্রামটি সাধারণত তিন বছর পর্যন্ত অ্যাকাডেমিক খরচ বহন করে থাকে। কিন্তু কোনো শিক্ষার্থী যদি একাধিক কিংবা যৌথ প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে হোম ডিপার্টমেন্ট সামঞ্জস্যপূর্ণ ফান্ডের ব্যবস্থা করে থাকে।
সুযোগ-সুবিধা—
*সম্পূর্ণ টিউশন ফি ও আনুষঙ্গিক খরচ দেবে;
*আবাসন ব্যবস্থা প্রদান করবে;
*অ্যাকাডেমিক ব্যয়ের জন্য উপবৃত্তি (বোর্ড, বই, অ্যাকাডেমিক ও শিক্ষামূলক উপকরণ সরবরাহ) স্থানীয় যাতায়াত ও প্রয়োজনীয় হাতখরচ দেবে;
*ইকোনমি ক্লাসের ভ্রমণ ভাতা প্রদান করবে;
*দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অ্যাকাডেমিক বিভিন্ন অর্জনের জন্য অতিরিক্ত ফান্ড নিতে পারবেন;
আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে, বছরে মিলবে ৪৬ লাখ টাকা
আবেদনের যোগ্যতা—
*স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
*আবেদনকারীকে পূর্ণকালীন স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন ডিগ্রি (এমএ, এমবিএ, এমএফএ, এমএল, এলএলএম, ডিএমএ ইত্যাদি) এবং পিএইচডি প্রোগ্রামে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে;
*২০১৯ সাল কিংবা এর পরবর্তী সময়ে স্নাতক পাস করে থাকলে আবেদন করা যাবে;
*মার্কিন সেনাবাহিনীতে যাদের অবদান থাকবে, তারা আবেদনের জন্য দুই বছর বেশি সময় পাবেন;
আরও পড়ুন: বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ অস্ট্রেলিয়ায়, বছরে মিলবে ৩২ লাখ টাকা
প্রয়োজনীয় নথিপত্র—
*প্রবন্ধ;
*অ্যাকাডেমিক সব সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট;
*একটি ভিডিও স্টোরি;
*এক পৃষ্ঠার জীবনবৃত্তান্ত (সিভি);
*অনলাইন আবেদন;
*২৫০ শব্দের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং ৫৫০ শব্দের মধ্যে নিজেকে নিয়ে রচনা লিখে জমা দিতে হবে;
*স্ট্যান্ডার্ডাইজড টেস্ট স্কোর;
*দুটি রেকমেন্ডেশন লেটার;
আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়াশোনার সুযোগ তুরস্কে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে
আবেদনপ্রক্রিয়া—
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৮ অক্টোবর ২০২৫।