ইকসু আইন প্রণয়ন ও রোডম্যাপ চায় ইবির ইসলামী ছাত্র আন্দোলন
- ২৯ জুন ২০২৫, ২০:৫১
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু) গঠনে বিশ্ববিদ্যালয়ের আইনি জটিলতা দূর করে আইন প্রণয়ন ও নির্বাচনের রোডম্যাপ প্রদানসহ ১০ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র আন্দোলন।
আজ বুধবার (২৫ জুন) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে একটি স্মারকলিপি দেয় সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন শাখা সভাপতি ইসমাইল হোসেন রাহাত, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বির প্রমুখ।
আরও পড়ুন: ৩ দফা দাবিতে ইবি উপাচার্যকে বাগছাসের স্মারকলিপি
ইসলামী ছাত্র আন্দোলনের দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয় ভর্তিতে অনতিবিলম্বে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা ও প্রতিবন্ধী কোটা ব্যতীত পোষ্য কোটার মতো অন্যান্য অযৌক্তিক সকল কোটা ব্যবস্থা বাতিল করতে হবে; অতিদ্রুত কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক সংস্কার করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সরকারের সাথে যোগাযোগ করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।
প্রতিটি আবাসিক হলে এবং প্রায় প্রতিটি বিভাগে দ্বীনি বোনদের জন্য নামাজ আদায়ের সুব্যবস্থা নিশ্চিত করতে হবে; করোনা মহামারী, শিক্ষকদের পেনশন আন্দোলন ও জুলাই আন্দোলনের কারণে সৃষ্ট হওয়া সেশনজট নিরসনে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে; ভর্তি ফি কমিয়ে নিয়ে আসতে হবে, যাতে কোনো শিক্ষার্থীর উচ্চ শিক্ষার স্বপ্ন বিলীন না হয়ে যায়; বিভিন্ন অনুষদ ও ভবনে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় আধুনিক পানির ফিল্টার স্থাপন ও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে নষ্ট হয়ে পড়ে থাকা টিউবওয়েল গুলো পুনরায় সচল করতে হবে।
একাডেমিক শাখায় শিক্ষার্থীদের ভোগান্তিহীন সেবা নিশ্চিত করতে হবে ও কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বে তদারকি করতে মনিটরিং সেল তৈরির উদ্যোগ নিতে হবে; নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় হল সমুহে ভেন্ডিং মেশিন স্থাপন করে স্যানিটারি ন্যাপকিন, টিস্যু ও প্রয়োজনীয় ওষুধ, প্রাথমিক চিকিৎসার সরবরাহ নিশ্চিত করা ও বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের আধুনিকীকরণ নিশ্চিত করে সেবার মান উন্নত করতে হবে।