ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস না হওয়ার খবর আবারও নাকচ করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

পেন্টাগনের মূল্যায়ন বলছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি। এ হামলা শুধু দেশটির পারমাণবিক কার্যক্রম শুধু কয়েক মাস পিছিয়ে দিয়েছে। এর আগে গত শনিবার অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু ব্যবহার করে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র।

ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘নিখুঁতভাবে’ আঘাত হেনে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনগুলো তাদের প্রতি ‘অত্যন্ত অসম্মানজনক’ যারা এ হামলা চালিয়েছে।

এর আগে, এই হামলাকে ‘ইতিহাসের সবচেয়ে সফল সামরিক হামলাগুলোর মধ্যে একটি উল্লেখ করে এটিকে অবজ্ঞা করার’ চেষ্টার জন্য সোশ্যাল মিডিয়ায় সংবাদমাধ্যমগুলোর সমালোচনা করেন ট্রাম্প।

আরও পড়ুন: ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইরানে তিনজনের ফাঁসি কার্যকর

ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নিজেদের বিজয় ঘোষণা করতে ট্রাম্প প্রশাসনের ‘অস্পষ্ট শব্দ’ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন একজন মার্কিন কংগ্রেস সদস্য।

বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে, ডেমোক্র্যাট ব্র্যাড শেরম্যান বলেছেন, ইরান এখনো তাদের মজুদ ধরে রেখেছে, যা প্রায় ‘নয়টি পারমাণবিক অস্ত্রের জন্য যথেষ্ট’।

তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য জরুরি সেন্ট্রিফিউজগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস করতে পেরেছে এমন কোনো ইঙ্গিত হোয়াইট হাউস থেকে এখনো পাওয়া যায়নি।