মাদারীপুরে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

স্বাস্থ্য সহকারীদের অবস্থান কমূর্সচি
স্বাস্থ্য সহকারীদের অবস্থান কমূর্সচি © টিডিসি

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিয়োগবিধি সংশোধন করে ১৪তম গ্রেড প্রদানসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন মাদারীপুরের চার উপজেলার স্বাস্থ্য সহকারীরা।

আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য সহকারীরা জানান, তাদের অন্যতম দাবি হলো পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা; সব স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা; বেতন স্কেল পুনর্র্নির্ধারণের সময়প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা এবং ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের স্নাতক সমমানের স্বীকৃতি দেওয়া।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছরে শিক্ষার্থী কমেছে ৪ হাজার

কর্মসূচিতে বক্তারা জানান, সরকারের কাছে একাধিকবার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে ‘শাটডাউন’সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আন্দোলনরত স্বাস্থ্য সহকারীরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মাদারীপুর জেলা শাখার সভাপতি সাহাদুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি ইউসুফ খান, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার হাওলাদার এবং মহিলা সম্পাদিকা ইয়াসমিন আক্তার।