২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু অপরিবর্তনীয়, আক্রান্ত কমছে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি © সংগৃহীত

২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৩২৯ জন। একই সময়ে এ রোগে নতুন করে মৃত্যুবরণ করেছেন একজন। রবিবার (২২ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৩৫২ জন। একই সময়ে এ রোগে একজন মৃত্যুবরণ করেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৯ জন এবং সাপ্তাহিক মৃত্যুর সংখ্যা ৩ জন।

আরও পড়ুন: করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, কী বলছে গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর?

চলতি বছর ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৭৫৮ জনে যেখানে মোট মৃত্যুর সংখ্যা ৩২ জন।

লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তদের মধ্যে ৪৫.০ শতাংশ নারী এবং ৫৫.০ শতাংশ পুরুষ। 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি ও মশার প্রজনন বাড়ার এই মৌসুমে সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।