৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণের টাকা প্রদানের দাবি বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের
- ২১ জুন ২০২৫, ২২:৩০
হাইকোর্টের রায় অনুযায়ী বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণের টাকা প্রদান, যথাযথ নিয়মে বদলি এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতাসহ সরকারি বেসরকারি বৈষম্য নিরসনের জোর দাবি জানিয়েছে বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম।
আজ শনিবার (২১ জুন) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের হল রুমে আয়োজিত এক মত বিনিময় সভা থেকে এ দাবি উঠে। অধ্যক্ষ মো. মাইনুদ্দীনের সভাপতিত্বে ও মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানসহ অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা হাইকোর্টের রায় মোতাবেক বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণের টাকা প্রদানের জন্য জোর দাবি জানান। তারা বেসরকারি শিক্ষক কর্মচারীদের যথাযথ নিয়মে বদলি, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতাসহ সরকারি বেসরকারি বৈষম্য নিরসনের জোর দাবি জানান। এছাড়া, বক্তারা প্রাথমিক বিদ্যালয় ধর্ম শিক্ষক নিয়োগ, মাধ্যমিক বিদ্যালয় হেড মাওলানা ও সহকারী মৌলভি নিয়োগের জোর দাবি জানান
আরও পড়ুন: দুদকের তদন্তের তালিকায় ২০ বিশ্ববিদ্যালয়ের ভিসি
সভায় অধ্যক্ষ ড. নজরুল ইসলাম মারুফ আল মাদানী, ড. মুহাম্মদ ঈসা শহেদী, অধ্যক্ষ মুফতি বদিউল আলম সরকার, প্রফেসর ড. হানিফ খান, অধ্যক্ষ মো. নুরুল্লাহ, অধ্যক্ষ মো. আনিসুল হক, সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন, সহকারী অধ্যাপক মো. লুৎফর রহমান, সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, উপাধ্যক্ষ এ এন এম মাহবুবুর রহমান, প্রভাষক এস এম আবদুল হাই ছিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।