ইসির ব্যালট প্রকল্প সহায়তায় ২ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সুযান রাইল
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সুযান রাইল © টিডিসি

নির্বাচন কমিশনের ব্যালট প্রকল্প সহায়তায় ২ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুযান রাইল। তিনি বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের পক্ষে অস্ট্রেলিয়ার সমর্থন রয়েছে। আনন্দের সাথে ঘোষণা করছি যে নির্বাচন কমিশনের ব্যালট প্রকল্পকে সহায়তা করার জন্য জাতিসংঘের সাথে অংশীদারিত্বে আমরা ২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার প্রদান করব।’

আজ বুধবার (১৮ জুন) বাংলাদেশ নির্বাচন কমিশনে ব্যালট প্রকল্পে আর্থিক সহযোগিতা প্রকল্প চুক্তি স্বাক্ষর শেষ সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

এসময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিন, ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুযান ভাইজ, এবং ইউএন উইমেনের উপ-প্রতিনিধি নবনীতা সিনহা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়ার উন্নয়নে সহায়তা করবে অস্ট্রেলিয়া ও জাতিসংঘ 

ব্যালট প্রকল্পের লক্ষ্য হল বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করা, সবাইকে অন্তর্ভুক্ত করে একটি শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার পরিকল্পনা ও বাস্তবায়নে সহায়তা করা এবং নির্বাচনে সচেতন নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি করা। এর মধ্যে রয়েছে নারী, যুবসমাজ, সংখ্যালঘু, প্রতিবন্ধীতা সম্পন্ন ব্যক্তি, বয়স্ক ভোটার এবং প্রথমবারের মতো ভোটদানকারী সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট নাগরিক ও ভোটার শিক্ষার প্রচারণা চালানো।