ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের

২০২৩ সালে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার পারমাণবিক বিজ্ঞানীদের এক বৈঠকে প্রদর্শিত ইরানি সেন্ট্রিফিউজ
২০২৩ সালে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার পারমাণবিক বিজ্ঞানীদের এক বৈঠকে প্রদর্শিত ইরানি সেন্ট্রিফিউজ © সংগৃহীত

ইরান ও ইসরায়েলের হামলার ষষ্ঠ দিনে রাতে ইরানে ইউরেনিয়াম সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ও অস্ত্র তৈরির কারখানাগুলোয় হামলা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। 

৫০টির বেশি বিমান দিয়ে পরিচালিত এ হামলার টার্গেট ছিল তেহরানের একটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা। এসব কেন্দ্রের মধ্যে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির জন্য ব্যবহৃত কাঁচামাল ও উপকরণের কয়েকটি কেন্দ্রও রয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলি মিলিটারি বাহিনী এ তথ্য জানিয়েছে।

সেন্ট্রিফিউজ হলো সেই যন্ত্র, যা ইউরেনিয়াম সমৃদ্ধ করে। এ সমৃদ্ধ ইউরেনিয়ামই বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। নির্দিষ্ট মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্রও বানানো যায়।

আরও পড়ুন: তিন পোস্টে যুদ্ধের হুঙ্কার ট্রাম্পের, পাল্টা তিনে ‘দয়া না দেখানো’র প্রতিজ্ঞা খামেনির

ইসরায়েলি সামরিক বাহিনীর পোস্ট থেকে মনে হচ্ছে, তারা এমন একটি স্থানে আঘাত করেছে যেখানে সেন্ট্রিফিউজ তৈরি করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানি সরকারের পারমাণবিক অস্ত্র উন্নয়ন কর্মসূচি ব্যাহত করার ব্যাপক প্রচেষ্টার অংশ হিসেবে, তেহরানের একটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা করা হয়েছে।

সূত্র : বিবিসি