খুবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও কোর্স রেজিস্ট্রেশনের তারিখ ঘোষণা

খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগো
খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও কোর্স রেজিস্ট্রেশন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১৬ জুন) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১ থেকে ৩ জুলাই পর্যন্ত প্রতিটি ডিসিপ্লিন নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য বিভাগীয় পর্যায়ের ওরিয়েন্টেশন কার্যক্রম পরিচালনা করবে। এতে শিক্ষার্থীদের বিভিন্ন ল্যাবরেটরি, লাইব্রেরি, অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সঙ্গে পরিচিত করানো হবে।

আরও পড়ুন: প্রথমকে বাদ দিয়ে ষষ্ঠকে নিয়োগ ইউজিসিতে, অডিটে আপত্তি

এ ছাড়াও, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির তত্ত্বাবধানে আগামী ৭ থেকে ১৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এতে নবীন শিক্ষার্থীদের জন্য অ্যাকাডেমিক পরিবেশ, নীতিমালা, নৈতিকতা, নিরাপত্তা ও সার্বিক জীবনব্যবস্থা নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হবে।

কোর্স রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ৭ জুলাই থেকে শুরু হয়ে চলবে ১৩ জুলাই পর্যন্ত, যেখানে শিক্ষার্থীরা বিনা জরিমানায় তাদের কোর্স রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে। তবে নির্ধারিত সময়ের পরে, অর্থাৎ ১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন করলে নির্ধারিত হারে জরিমানা প্রদান করতে হবে।