ট্রাম্পের মিশ্র বার্তা ইরানের বিরুদ্ধে ‘মৌখিক যুদ্ধকৌশল’: বিশ্লেষক
- ১৮ জুন ২০২৫, ০৮:৫৬
মধ্যপ্রাচ্যবিষয়ক থিঙ্ক ট্যাংক ‘মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স’-এর গবেষক আদেল আবদেল ঘাফার বলেছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে বিভিন্ন ধরনের মিশ্র বক্তব্য দিয়ে মূলত ইরানের বিরুদ্ধে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ চালাচ্ছেন।
তিনি আল জাজিরাকে বলেন, “পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে, কিন্তু আমি মনে করি শেষ পর্যন্ত ট্রাম্প চান সংঘাতটা থেমে যাক। কারণ, যদি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো আক্রান্ত হয় বা হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে তা মার্কিন অর্থনীতি ও বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে।”
আরও পড়ুন: ইরান-ইসরায়েল সংঘাতে ‘আগুনে ঘি ঢালছেন’ ট্রাম্প: চীন
ঘাফার আরও বলেন, “মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ ট্রাম্পের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যের জন্য ক্ষতিকর হবে। তবে ইসরায়েলের লক্ষ্য ভিন্ন—নেতানিয়াহু নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে যুদ্ধকে দীর্ঘস্থায়ী করতে চান।”
তার মতে, ইসরায়েলের উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে—ইরানে ‘শাসন পরিবর্তনের’ চেষ্টা এবং বিশ্বের দৃষ্টি গাজার মানবিক সংকট থেকে সরিয়ে নেওয়া।
তিনি আরও বলেন, “আমরা দেখছি খাদ্য সংকটকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা স্পষ্টতই যুদ্ধাপরাধ। কিন্তু দুঃখজনকভাবে, এখন বিশ্ব গণমাধ্যম ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি গাজা থেকে সরে গিয়ে ইরান-ইসরায়েল সংঘাতে কেন্দ্রীভূত।”
সূত্র: আল জাজিরা