বিএড স্কেলের বৈষম্য নিরসরের দাবিতে মাউশির সামনে শিক্ষকদের অবস্থান
- ২৬ জুন ২০২৫, ১৫:৩৬
বিএড স্কেলের বৈষম্য দূর করার দাবিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছেন বিএড-বঞ্চিত শিক্ষকরা। আজ মঙ্গলবার (১৭ জুন) মাউশি ভবনের ১ নম্বর গেটের সামনে এ মানববন্ধন করছেন তারা।
মানববন্ধনে রাবেয়া নামের এক শিক্ষক বলেন, বেসরকারি এমপিওভুক্ত স্কুলের শিক্ষকরা নিজ জেলা থেকে প্রায় ৪০০-৫০০ কিলোমিটার দূরের স্কুলে ১১তম গ্রেডে (১২ হাজার ৫০০) টাকা বেতনে চাকরি করে থাকেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পরিবার নিয়ে খুব কষ্টে দিন পার করছেন শিক্ষকরা।
এমপিও নীতিমালা অনুযায়ী, বিএড করলে ১০ম গ্রেডে (১৬ হাজার) বেতনে উন্নীত হওয়ার কথা। কিন্তু বিএড ডিগ্রি অর্জন করতে গেলে স্কুল থেকে তিন বছরের আগে ছুটি পাওয়া যায় না। আবার বিএড ডিগ্রি এক বছরের কোর্স হলেও শেষ করতে দুই বছরের বেশি সময় লেগে যায়, অর্থাৎ বিএড ডিগ্রির জন্য শিক্ষকদের পাঁচ বছর অপেক্ষা করতে হয়।
আরও পড়ুন: ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের কোটা যাচাইয়ে আজ সাক্ষাৎকার
রাবেয়া জানান, ২০২৩ সালে বিএড ভর্তি হন শিক্ষকরা এবং পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় গত বছরের ডিসেম্বর মাসে। পরে চলতি বছরের শুরুর দিকে সার্টিফিকেট হাতে পান শিক্ষকরা। বিএড স্কেলের জন্য আবেদন করা হয়, কিন্তু সব ফাইল ডিডি, ডিও থেকে এমনকি সম্পন হওয়া ফাইল বাতিল হয়ে যায় শিক্ষা মন্ত্রণালয়ের একটি চিঠির মাধ্যমে (সংযুক্তি)।
লিখিত বক্তব্যে রাবেয়া আরও বলেন, চলতি বছরের ২১ জানুয়ারি প্রকাশিত শিক্ষা মন্ত্রণালয়ে চিঠিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২৩ বিএড কলেজের বাইরে কোনো বিএড স্কেল পাবেন না শিক্ষকরা। কিন্তু মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এখনো বিএড স্কেল দেওয়া হচ্ছে।