ঔষধ মনে করে বিষ পান, বৃদ্ধার মৃত্যু

কেন্দুয়া থানা
কেন্দুয়া থানা © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ঔষধ মনে করে বিষ পান করেন এক বৃদ্ধা। এতে ফুলেছা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (১৫ জুন) দুপুরের দিকে উপজেলার গড়াডোবা ইউনিয়নের  চিকনী আগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত ফুলেছা খাতুন চিকনী আগপাড়া গ্রামের আবুল হাসেমের স্ত্রী। 

আরও পড়ুন: করোনা-ডেঙ্গু রোধে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নির্দেশনা মাউশির

পরিবার সূত্রে জানা যায়, বৃদ্ধার ঘরে ছিল পোকামাকড় মারার বিষ। এদিকে দীর্ঘদিন ধরে অসুস্থ ফুলেছা খাতুন। পরে আজ দুপুরের দিকে ঔষধ মনে করে বিষ খেয়ে ফেলেন তিনি। এতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, বিষকে ঔষধ মনে করে খেয়ে ফেলেন ফুলেছা খাতুন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।