প্রবাসীর গলা কাটা লাশ পাওয়া গেল মাছের ঘেরে

যশোরে এক প্রবাসীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ
যশোরে এক প্রবাসীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে হাসান শেখ (৩২) নামে এক প্রবাসীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ জুন) সকালে উপজেলার নাউলী এলাকার একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাসান উপজেলার নাউলি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। 

এ ঘটনায় তিন যুবককে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় লোজজন জানান, রোববার সকালে নাউলি গ্রামের তবিবুর রহমান তার ঘেরপাড়ে হাসানের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানান। বিষয়টি পুলিশকে জানালে পরে তারা মরদেহ উদ্ধার করে।

জানা যায়, আট বছর কুয়েতে ছিলেন হাসান। দীর্ঘ প্রবাস জীবন শেষে আড়াই মাস আগে দেশে ফেরেন তিনি। বিয়ে করেন দুই মাস আগে।

আরও পড়ুন: এক ট্রাককে ৩ বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

নিহত প্রবাসীর বড় ভাই মুন্না শেখ বলেন, প্রতিদিনের মতো শনিবার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বের হন হাসান। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। সকালে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাগর, জামিল ও চঞ্চল নামে তিন যুবককে হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উৎঘাটনে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।