একবার ফোন চার্জে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?
- ০২ জুলাই ২০২৫, ১৩:৪৪
আজকাল স্মার্টফোন ছাড়া জীবন যেন কল্পনাই করা যায় না। ঘরে-বাইরে সব সময়ই আমাদের সঙ্গী এই ডিভাইস। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, প্রতিদিন ফোন চার্জ করতে গিয়ে আপনার কত টাকা বিদ্যুৎ খরচ হচ্ছে? একবার ফোন চার্জে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়?
ফোন চার্জ করতে বিদ্যুৎ খরচ হয় খুবই সামান্য। সাধারণত ফোন চার্জারগুলোর শক্তি হয় ৫ থেকে ২০ ওয়াটের মধ্যে। দ্রুত চার্জিং চার্জারগুলোর ক্ষমতা ১৮-২০ ওয়াট বা তার বেশি হলেও অধিকাংশ সাধারণ চার্জার ১০ ওয়াটের কাছাকাছি হয়।
বিদ্যুৎ বিলের হিসাব
ধরা যাক, আপনি ১০ ওয়াটের চার্জার দিয়ে ২ ঘণ্টায় ফোন চার্জ করছেন। তাহলে বিদ্যুৎ খরচ হবে:
১০ ওয়াট × ২ ঘণ্টা = ২০ ওয়াট ঘণ্টা = ০.০২ ইউনিট বিদ্যুৎ
অর্থাৎ, একবার ফোন চার্জে খরচ হচ্ছে মাত্র ০.০২ ইউনিট বিদ্যুৎ।
বার্ষিক খরচ কত দাঁড়ায়?
প্রতিদিন একবার করে ফোন চার্জ করলে বছরে বিদ্যুৎ খরচ হয়:
০.০২ ইউনিট × ৩৬৫ দিন = ৭.৩০ ইউনিট
আপনার এলাকার বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ধরে নিলে:
৭.৩০ ইউনিট × ১০ টাকা = ৭৩ টাকা
প্রতিদিন একবার করে ফোন চার্জ করলে ১ দিনে খরচ হয়:
০.০২ ইউনিট× ১০ টাকা =০.২ টাকা
অর্থাৎ, প্রতিদিন ২ পয়সা করে খরচ পড়ে।
প্রতি ইউনিট ৭.৫০ টাকা হলে খরচ হবে আনুমানিক ৫৫ থেকে ৭৫ টাকা।
অর্থাৎ, পুরো বছর জুড়ে ফোন চার্জ করতে বিদ্যুৎ বিল বাড়ে মাত্র ৫০-১০০ টাকা!
আরও পড়ুন: জনপ্রিয় হচ্ছে ই-সিম! জানুন এর সুবিধা-অসুবিধা
অতিরিক্ত বিদ্যুৎ খরচ কোথায় হয়?
অনেকে ফোন চার্জ করার পরও চার্জারটি প্লাগ থেকে খুলে রাখেন না। এতে চার্জার সামান্য হলেও বিদ্যুৎ ব্যবহার করে যায়, যাকে বলে স্ট্যান্ডবাই পাওয়ার লস। তাই চার্জ শেষ হলে চার্জার খুলে রাখার অভ্যাস গড়ে তুলুন।
কিছু সাশ্রয়ী টিপস
চার্জার আনপ্লাগ করুন: ফোন চার্জ শেষ হলে চার্জারটি সংযোগ থেকে খুলে ফেলুন।
দক্ষ চার্জার ব্যবহার করুন: নতুন প্রযুক্তির চার্জারগুলো বিদ্যুৎ সাশ্রয়ে বেশি কার্যকর।
চার্জিং সময় কমিয়ে আনুন: প্রয়োজনের বেশি চার্জিং সময় এড়াতে সতর্ক থাকুন।