ইসরায়েলি হামলায় নিহত আরও দুই শীর্ষ কমান্ডার, ইরানে নিহত বেড়ে কত?

ইরান
ইরান © সংগৃহীত

ইরানের ওপর চলমান ইসরায়েলি হামলায় আরও দুই শীর্ষ সেনাকর্মকর্তার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে নিহতে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৭৮ জন। শনিবার (১৪ জুন) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইরান জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী শহর, সামরিক স্থাপনা এবং পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েল নারী ও শিশুসহ কমপক্ষে ৭৮ জনকে হত্যা করেছে। এছাড়াও ৩২০ জনেরও বেশি আহত হয়েছেন।

আরও পড়ুন: জর্ডানে আকাশ থেকে পড়া বস্তুর আঘাতে আহত ৩

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের দুই ডেপুটি কমান্ডার নিহত হয়েছেন। নিহতরা হলেন- জেনারেল গোলামরেজা মেহরাবি ও জেনারেল মেহেদি রব্বানি।

এ দুই কমান্ডার কখন নিহত হয়েছেন তা স্পষ্ট নয়।

এদিকে চলমান ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইরান। এ হামলা কমপক্ষে তিনজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।