আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হওয়ার মুহূর্তের ভিডিও প্রকাশ
- ১৩ জুন ২০২৫, ০৮:০৬
টেক-অফের পরে ওপরে ওঠার পরিবর্তে টলমল করছিল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার। ক্রমে নেমে যাচ্ছিল নিচে। খালি চোখে হলেও বোঝা যাচ্ছিল যে বিমানটা নিয়ন্ত্রণে নেই। কয়েক মুহূর্তের মধ্যেই বিমানের সামনের অংশ ওপরের দিকে উঠে গিয়ে পেছনের দিকটা নিচের দিকে নেমে যাচ্ছিল। একটা সময় পরে হারিয়ে গেল বিমানটি। এরপরই ব্যাপক বিস্ফোরণ হলো। বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে আগুনের গোলার মতো উঠতে থাকল।
আজ বৃহস্পতিবার গুজরাটের আমদাবাদ বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের দুর্ঘটনার পরে এমনই ভয়াবহ ভিডিও সামনে এসেছে। যে ভিডিও দেখে বিশেষজ্ঞরা অনুমান করছেন, টেক-অফের পরেই কোনো একটা সমস্যা হয়েছিল। এর জেরেই ঠিকমতো ওড়ার আগেই জনবসতি এলাকার মধ্যে ভেঙে পড়ে বিমান।
ভিডিওটি দেখুন এখানে
ভারতের অসামরিক বিমান পরিবহনের নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশনের (ডিজিসিএ) তরফে জানানো হয়েছে, আজ দুপুর ১টা ৩৯ মিনিটে আমদাবাদ বিমানবন্দরের ২৩ নম্বর রানওয়ে থেকে এয়ার ইন্ডিয়ার বি৭৮৭ বিমানটি (এআই-১৭১) ওড়ে। টেক-অফের কিছুক্ষণের মধ্যেই ‘মে’ডে’ ঘোষণা করেন পাইলটরা।
আরও পড়ুন: ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি জারির তারিখ প্রকাশ, ছয়টির সূচি ঘোষণা
এর পর থেকে পাইলটদের সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) অফিসাররা কোনো রকম যোগাযোগ করতে পারেনি বলে ডিজিসিএয়ের তরফে জানানো হয়েছে। এরই মধ্যে বিমানবন্দরের চত্বরেই ভেঙে পড়ে বিমানটি। যে লন্ডনের গ্যাটউইকে যাচ্ছিল। মোট ১০ জন বিমানকর্মী, ২জন পাইলটসহ এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনারে মোট ২৪২ জন ছিলেন। তাদের বিষয়ে আপাতত কিছু জানানো হয়নি।
সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা